বাংলাদেশি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলায় নিজের দেশে জেলে বন্দি। তিনি ইসকন থেকে বহিষ্কৃত। তার মুক্তির দাবিতে ভারতে যে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ চলেছে সেই রেশ ধরে বিজেপি শাসিত ত্রিপুরায় বাংলাদেশ দূতাবাসে (Bangladesh Assistant High Commission) হামলা হয়েছিল। এর জেরে ঢাকা-নয়াদিল্লি কূটনৈতিক গরম সম্পর্ক। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঢাকা গিয়ে কূটনৈতিক বৈঠক করেন। এবার বাংলাদেশ দূতাবাসে হামলার বিষয়ে মন্তব্য করল মার্কিন যুক্তরাষ্ট্র। (Chinmoy Krishna Das sedition case)
হিন্দুত্ববাদীদের বিক্ষোভ Chinmoy Krishna Das sedition case
গত ২ ডিসেম্বর ত্রিপুরার রাজধানী আগরতলায় থাকা বাংলাদেশ সহকারি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ চলছিল। কয়েকজন বিক্ষোভকারী দূতাবাসের ভিতর ঢুকে হামলা করে। য়দিও ঘটনার পরপরই ভারতের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে দু:খ প্রকাশ করে। কিন্তু পরিস্থিতি ঠান্ডা হয়নি। কলকাতা ও আগরতলার দূতাবাসের প্রধান কূটনীতিকদের ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আর মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ চলে। ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনেও বিক্ষোভ চলে।
![iskcon monk chinmoy krishna das](https://kolkata24x7.in/wp-content/uploads/2024/12/chinmay-krishna.jpg)
আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য Chinmoy Krishna Das sedition case
এই পরিস্থিতিতে মন্তব্য করল আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবাদমান মতপার্থক্য দূর করবে বলে আশা করা হচ্ছে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সাংবাদিক বৈঠকে আগরতলায় বাংলাদেশের দূতাবাসে (বাংলাদেশ সহকারি হাইকমিশন) বিষয়ে প্রশ্ন উঠে আসে। সাংবাদিকদের তরফে প্রশ্ন আসে আগরতলার স্ন হামলা ও বাংলাদেশকে লক্ষ্য করে আগ্রাসী মন্তব্য সম্পর্কে আপনার কোনও মন্তব্য আছে? জবাবে ম্যাথিউ মিলার বলেছেন, “বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবাদমান মতপার্থক্য দূর করবে। তার ভাষায়, দেখুন, সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক, এটিই আমরা দেখতে চাই।”
আগরতলায় বাংলাদেশের দূতাবাসের হামলার ঘটনা পরিকল্পিত
ঢাকার অভিযোগ, আগরতলায় বাংলাদেশের দূতাবাসের হামলার ঘটনা ছিল পরিকল্পিত। তবে এই ঘটনার পরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা নিন্দা জানিয়েছিলেন। ত্রিপুরার প্রধান বিরোধীদল সিপিআইএমের রাজ্য সম্পাদক ও বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীও বাংলাদেশের দূতাবাসে হামলার কড়া সমালোচনা করেন। এদিকে তড়িঘড়ি ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশন বাংলাদেশিদের জন্য বুকিং বন্ধ করার বিবৃতি দিয়েছিল। তবে বিপুল লোকসান আশঙ্কায় তারা বিবৃতি পরিবর্তন করেছে।
Bangladesh: Bangladeshi monk Chinmoy Krishna Das jailed for sedition and expelled from ISKCON. Protests lead to attack on Bangladesh Assistant High Commission in Tripura. Diplomatic tensions between Dhaka and New Delhi; USA comments on incident.