গুরুতর অসুস্থ জেলবন্দী সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ! নববর্ষে বিশেষ প্রার্থনার আয়োজন ইস্কনের

ঢাকা: চট্টোগ্রামের জেলে গুরুতর অসুস্থ বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।  তাঁর রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছে বলে জানা যাচ্ছে। চিন্ময় কৃষ্ণ…

Chinmoy Krishna Das ill

ঢাকা: চট্টোগ্রামের জেলে গুরুতর অসুস্থ বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।  তাঁর রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছে বলে জানা যাচ্ছে। চিন্ময় কৃষ্ণ সংশোধনাগারে যথাযথ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ জানিয়েছেন সে দেশের হিন্দু সংগঠনগুলি৷ (Chinmoy Krishna Das ill)

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার Chinmoy Krishna Das ill

সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আসল নাম চন্দন কুমার ধর৷ তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট হিন্দু নেতা। তিনি এক সময় ইস্কনের নেতা এবং মুখপাত্র ছিলেন৷ গত নভেম্বর মাসে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ৷ আগামী ২ জানুয়ারি বাংলাদেশের আদালতে তাঁর জামিনের মামলার শুনানি। কিন্তু, তাঁর আগেই এই হিন্দু নেতার অসুস্থতার খবরে উদ্বেগে বাংলাদেশের হিন্দু সংগঠনগুলি। চিন্ময় প্রভুর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে ইসকনের তরফেও৷ বছরের শুরুতেই চিন্ময় কৃষ্ণের জন্য বিশেষ প্রার্থনার আয়োজনও করা হয়েছে। ইংরাজি নববর্ষে বাংলাদেশের প্রতিটি মন্দির কর্তৃপক্ষ যেন প্রার্থনাসভার আয়োজন করে, ইস্কনের তরফে সেই আবেদনও জানানো হয়েছে৷ 

   

জাতীয় পতাকা অবমাননার অভিযোগ Chinmoy Krishna Das ill

গ্রেফতার হওয়ার আগে বাংলাদেশে একাধিক সমাবশের নেতৃত্ব দিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস৷ তাঁর দাবি, বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর যে ‘নিপীড়ন ও অত্যাচার’ চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ছিল এই সমাবেশ৷ তাঁর সেই কর্মকাণ্ড নিয়েই বিতর্কের সূত্রপাত৷ গত অক্টোবর মাসে চট্টগ্রামে একটি মিছিলের আয়োজন করা হয়৷ সেই সময় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এর অভিযোগের প্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়৷ গত প্রায় দেড় মাস ধরে দেশদ্রোহ মামলায় জেলবন্দি রয়েছেন এই হিন্দু সন্ন্যাসী৷ এখনও পর্যন্ত জামিন পাননি৷ তাঁর আইনজীবীদের উপর বারবার হামলা চলেছে৷ এই ঘটনাক্রমে কিছুটা ভেঙে পড়েছেন তিনি৷ 

জেলে চিকিৎসা Chinmoy Krishna Das ill

বাংলাদেশের হিন্দু সংগঠনের তরফে তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে, জেলবন্দি সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ প্রভু ব্রহ্মচারীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। তিনি জেলে ঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন না৷  যদিও অপর একটি সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার কারাগারে গিয়ে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করেছেন চিকিৎসকরা৷ তাঁকে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়েছে৷ 

 Bangladesh: Hindu monk Chinmoy Krishna Das Brahmachari is critically ill in Chittagong Jail. Alleged inadequate medical care for his low blood pressure and blood sugar levels. ISKCON and Hindu organizations urge prayers and seek better treatment for his recovery.