বাংলাদেশ (Bangladesh) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি এক মাস পেছানো হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রামের মহানগর দায়রা জজ মহন্মদ সাইফুল ইসলামের আদালতে জামিন শুনানির তারিখ ছিল। কিন্তু চিন্ময় দাসের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় ২ জানুয়ারি পরবর্তী সময় নির্ধারণ করা হয়। (chinmoy krishna das bail hearing)
চিন্ময়কৃষ্ণ দাস ইসকন থেকে বহিষ্কৃত chinmoy krishna das bail hearing
বাংলাদেশের সংবাদপত্র “সমকাল” জানাচ্ছে এই খবর। চিন্ময়কৃষ্ণ দাস ইসকন থেকে বহিষ্কৃত।
বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কৃষ্ণ দাস নামে এক বহিষ্কৃত ইসকন সন্ন্যাসীর গ্রেফতার ও তার মুক্তির দাবিতে চট্টগ্রাম আদালতে সরকারি আইনজীবীকে খুনে অভিযুক্ত ইসকন সমর্থকরা। বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার আন্দোলন থেকে সেখানকার হিন্দুরা আক্রান্ত বলে অভিযোগ। এর জেরে ভারতে চলছে বিভিন্ন হিন্দু সংগঠনের ক্ষোভ মিছিল।
বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা chinmoy krishna das
অভিযোগ, গত কয়েকদিনে বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা হচ্ছে। তবুও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কোন পদক্ষেপ গ্রহণ না করায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠন আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন ও ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ দেখানোর নামে হামলা চালায়।
শুনানিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার
চিন্ময় কৃষ্ণের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রামের আদালতে নিরাপত্তা জোরদার করা হয়। গত সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাকে চট্টগ্রামের আদালতে তোলা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে পাঠানোর পথে তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেয় তার অনুসারীরা। তাদের সরিয়ে দিয়ে চিন্ময় কৃষ্ণকে কারাগারে নেওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় একটি হত্যা মামলাসহ কোতোয়ালি থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।
Bangladesh: Bangladesh court postpones bail hearing for Chinmoy Krishna Das, spokesperson of the Sanatani Jagaran Jote, to January 2. Das, an ex-ISCON monk, faces sedition charges. Supporters accused of attacking a government lawyer in Chittagong court.