বাংলাদেশ বিদেশমন্ত্রকে ড্রাগনের নি:শ্বাস! কূটনীতিকদের প্রশিক্ষণ দেবে চিন

চিনের কব্জায় বাংলাদেশের (Bangladesh) বিদেশমন্ত্রক? বাংলাদেশি কূটনীতিকদের কূটনৈতিক কলাকৌশলের প্রশিক্ষণ দেবে চিন সরকার। বাংলাদেশ ফরেন সার্ভিসের তরুন কূটনীটিকদের জন্য এলাহি ব্যবস্থায় রেখে এই প্রশিক্ষণ দেওয়া…

Bangadesh-China

চিনের কব্জায় বাংলাদেশের (Bangladesh) বিদেশমন্ত্রক? বাংলাদেশি কূটনীতিকদের কূটনৈতিক কলাকৌশলের প্রশিক্ষণ দেবে চিন সরকার। বাংলাদেশ ফরেন সার্ভিসের তরুন কূটনীটিকদের জন্য এলাহি ব্যবস্থায় রেখে এই প্রশিক্ষণ দেওয়া হবে। গণবিক্ষোভে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে ভারত বিরোধী মনোভাব প্রবল বাংলাদেশে। ক্রমে বাড়ছে চিনের সঙ্গে নৈকট্য।

চিনে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন বাংলাদেশের তরুণ কূটনীতিকরা। এই উপলক্ষ্যে ঢাকায় চিনা দূতাবাস অনুষ্ঠানের আয়োজন করে। চিনা দূতাবাস জানায়, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির ৪০তম ব্যাচের তরুণ কূটনীতিকরা প্রশিক্ষণে যাচ্ছেন।

   

ঢাকায় নিযুক্ত চিনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন চিনা দূতাবাস বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সহযোগিতায় বাংলাদেশি তরুণ কূটনীতিকদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। চিন এবং বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। আগামী বছর দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করবে। তরুণ কূটনীতিকরা কেবল চিন-বাংলাদেশ বন্ধুত্বের উত্তরাধিকারী নয়, দ্বিপাক্ষিক সম্পর্কের সুস্থ বিকাশেও অংশগ্রহণকারী।

অনুষ্ঠানে ছিলেন, বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসিমউদ্দিন, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাশফি বিনতে শামস, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শাখার মহাপরিচালক মহ. নূরে আলম।

বাংলাদেশের বিদেশ সচিব মহ. জসীমউদ্দিন চিনা দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী, বিনিময় ও সহযোগিতা জোরদার করার জন্য উন্মুখ বাংলাদেশ।