ভারতে যাওয়া বন্ধ, বাংলাদেশিদের জন্য ঝাঁ চকচকে মেডিকেল সার্ভিস নিয়ে হাজির চিন

কূটনৈতিক সংঘাতে বাংলাদেশিদের জন্য ঢালাও ভিসা বন্ধ থাকায় ভারতের হোটেল ও চিকিৎসা পরিষেবা ব্যবসায় বড় ধাক্কা লেগেছে। এই সুযোগে বিশ্বের অন্যতম ঝাঁ চকচকে মেডিকেল সার্ভিস…

China Bangladesh

কূটনৈতিক সংঘাতে বাংলাদেশিদের জন্য ঢালাও ভিসা বন্ধ থাকায় ভারতের হোটেল ও চিকিৎসা পরিষেবা ব্যবসায় বড় ধাক্কা লেগেছে। এই সুযোগে বিশ্বের অন্যতম ঝাঁ চকচকে মেডিকেল সার্ভিস নিয়ে হাজির চিন।

বিপুল বাণিজ্যিক বিনিয়োগ, উন্নত চিকিৎসার জন্য চিনে যেতে চাইলে জরুরি ভিত্তিতে বাংলাদেশি রোগীরা একদিনের মধ্যেই যেন ভিসা পাবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, বাংলাদেশিদের জন্য এক দিনেই ভিসা দিতে রাজি চিন।

   

উল্লেখ্য গতবছর রক্তাক্ত গণবিক্ষোভে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তিনি ভারতে আশ্রিত। তাকে ঘিরে ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সংঘাত বেড়েছে। বাংলাদেশিদের জন্য ভারতে আসতে নামমাত্র মেডিকেল ভিসা ছাড়া আর কোনোরকম ভিসা দেওয়া হচ্ছে না। বাংলাদেশিদের অভাবে ভারতের কলকাতা, মুম্বই, চেন্নাই, আগরতলা ও গুয়াহটির হোটেল ব্যবসায় বড়সড় ক্ষতি হচ্ছে।

ভারতের সড়ক, রেলপথে সীমান্ত সংযোগ থাকায় ভারতের উন্নত হাসপাতালে চিকিৎসার জন্য বিপুল পরিমাণ বাংলাদেশিশি আসতেন। সেই মেডিকেল ও হোটেল ব্যবসায় ভাটা পড়েছে। আর বাংলাদেশিদের জন্য ভারতের থেকে কম খরচে থাইল্যান্ড ও চিনে চিকিৎসার সুযোগ খুলে গেছে।

বাংলাদেশে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত জানান কুনমিংয়ের তিনটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বরাদ্দ করা হয়েছে। জরুরি ভিত্তিতে সেখানে চিকিৎসা নিতে চাইলে বাংলাদেশিরা যেন সরাসরি দূতাবাসে আসতে পারেন এবং আমরা যেন ওইদিনই ভিসা দিতে পারি সে রকম ব্যবস্থা করতে চাই।

চিনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চিনের সহায়তা অব্যাহত থাকবে। উচ্চতর শিক্ষার জন্য আরও বাংলাদেশি শিক্ষার্থীকে চিনা বৃত্তি দেয়া হবে। এছাড়া বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও ফুল আমদানি করা হবে। তিনি বলেছেন, ১৩টি চিনা প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গত ছয় মাসে চিন সবচেয়ে বড় বিনিয়োগকারী।