ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের তথা বিশ্বের অন্যতম সেরা সৈকত পর্যটন শহর কক্সবাজারে। বিবিসি জানাচ্ছে কক্সবাজারের বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ায় বিমান বাহিনীর সদস্যদের সাথে স্থানীয়দের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে স্থানীয়রা দাবি করেছেন।
কক্সবাজারের পুলিশ জানিয়েছে, বিমান বাহিনী ঘাটির কাছে সংঘর্ষের তথ্য পেয়ে তারা ঘটনাস্থলে যাচ্ছেন। সেখানে এখনো সংঘর্ষ চলছে বলে তারা জানতে পেরেছেন। কক্সবাজারের সংঘর্ষে মৃত্যুর খবর আসছে।
বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ”বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।”
কক্সবাজারে পরিস্থিতি তীব্র উত্তেজনাপূর্ণ। বিমান বাহিনীর রক্ষীদের গুলি চালানোর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। বাংলাদেশের অন্যতম সংবাদপত্র ‘সমকাল’ জানাচ্ছে, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে সমিতিপাড়ার পার্শ্ববর্তী কুতুবদিয়া পাড়ার জাহেদ হোসেন নামের এক তরুণের সঙ্গে বিমানবাহিনীর একটি তল্লাশিচৌকিতে হেলমেট পরা নিয়ে কর্তব্যরত ব্যক্তিদের কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এরপর জাহেদের আত্মীয়স্বজন ঘটনাস্থলে পৌঁছে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটি ও সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। থেমে থেমে আধা ঘণ্টা ধরে চলা ওই পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। তাতে গুলিবিদ্ধ হন শিহাব কবির নাহিদ। স্থানীয় লোকজন শিহাবকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।