পশ্চিমবঙ্গের দিক থেকে বাংলাদেশে চলছিল অত্যাধুনিক এয়ারগান পাচার (Gun smuggling)। আর বাংলাদেশের দিক থেকে আসছিল সোনা। জোড়া অভিযানে গরম আন্তর্জাতিক সীমান্ত। অভিযান চালিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
বিজিবি জানিয়েছে, বুধবার সকালে ভারতের সীমান্ত পার করে তিন ব্যক্তি বাংলাদেশে ঢোকে। তাদের তাড়া করতেই একটা বস্তা ফেলে তিনজন ফের ভারতের দিকে ঢুকে যায়। তাদের ফেলে যাওয়া বস্তা থেকে চারটি অত্যাধুনিক ভারতীয় এয়ারগান বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনা সীমান্তের খুলনা বিভাগের মহেশখালি এলাকার।
আর একটি অভিযানে বিজিবি মহেশখালি আউটপোস্ট থেকে সোনা পাচারকারীদের বিরুদ্ধে চলে অভিযান। বিজিবি জানিয়েছে,গোপনে চোরা চালানের সংবাদ পেয়ে সীমান্তরক্ষীদের একটি বিশেষ দল মহেশপুরের পদ্ম পুকুর ডিগ্রি কলেজের নিকট এক বাইক আরোহীকে গ্রেফতার করে। তার নাম বায়েজিদ মিয়া। তার কাছ থেকে বাংলাদেশি মূল্যে চৌত্রিশ লক্ষ টাকার বেশি সোনার বার বাজেয়াপ্ত করা হয়। জেরায় ধৃত যুবক জানিয়েছে, সে সোনার বার ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল।
বিজিবি আরও জানিয়েছে মঙ্গলবার সাম্প্রতিককালে সবথেকে বড় সোনার চোরাচালান বানচাল করা হয়। উদ্ধার করা সোনার বাজারমূল্য পাঁচ কোটি টাকার বেশি। সেই সোনা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকছিল। বাংলাদেশ থেকে ভারতের দিকে সোনার চোরাচালান রুখতে পরপর অভিযান চালাচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড।