ঢাকায় প্রকাশ্য দিবালোকে খুন! গুলি করে হত্যা করা হল বিএনপি নেতাকে

BNP leader shot dead

ঢাকা: বাংলাদেশে জাতীয় নির্বাচনের প্রাক্কালে ফের রক্তক্ষয়ী রাজনৈতিক হিংসার সাক্ষী থাকল রাজধানী ঢাকা। বুধবার রাতে কারওয়ান বাজার এলাকায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ‘স্বেচ্ছাসেবক দল’-এর প্রভাবশালী নেতা আজিজুর রহমান মুসাব্বির। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনার বিবরণ

বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টা নাগাদ কারওয়ান বাজারের সুপার স্টার হোটেলের কাছে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুসাব্বির একটি অনুষ্ঠান সেরে বেরিয়ে গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় দুই যুবক তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পায়ে হেঁটে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মুসাব্বিরকে পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

   

এই ঘটনায় সুফিয়ান ব্যাপারি মাসুদ নামে এক ব্যক্তি পেটে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (DMCH) চিকিৎসাধীন। মাসুদ তেজগাঁও থানা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বলে জানা গিয়েছে।

কে ছিলেন এই আজিজুর রহমান মুসাব্বির? BNP leader shot dead

আজিজুর রহমান মুসাব্বির কেবল একজন দক্ষ সংগঠকই ছিলেন না, বরং মাঠের রাজনীতির চেনা মুখ ছিলেন৷ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য সচিব এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ২০২০ সালের ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি তেজগাঁওয়ের ২৬ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

পরিবারের দাবি অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে মুসাব্বিরকে একাধিকবার রাজনৈতিক মামলায় জেলে যেতে হয়েছে এবং তিনি দীর্ঘ সময় কারাবরণ করেছেন।

উত্তপ্ত ঢাকা, রাজপথে বিক্ষোভ

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিএনপি কর্মী-সমর্থকরা। রাতেই সোনারগাঁও মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই ঘটনাটি গত ১৮ ডিসেম্বর ছাত্রনেতা শরীফ ওসমান হাদি হত্যার স্মৃতিকে ফের উসকে দিয়েছে, যা নিয়ে বর্তমানে উত্তাল বাংলাদেশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (তেজগাঁও জোন) অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম জানিয়েছেন, ঘাতকদের ধরতে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Bangladesh: BNP leader Azizur Rahman Musabbir was shot dead by unidentified assailants in Dhaka’s Karwan Bazar on Wednesday night. Another victim was injured in the attack, sparking massive protests. Get the latest details on this political assassination.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন