হাসিনা অতীত, এবার নির্বাচন নিয়ে তীব্র বিরোধ বাড়ছে বিএনপি-জামাতের

গণঅভ্যুত্থানে বাংলাদেশে (Bangldesh) ক্ষমতাচ্যুত হয়েছে হাসিনা সরকার। দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগ নেত্রী। ছাত্র আন্দোলনের পর ছাত্রদল-বিএনপি ও জামাতের একাংশকে নিয়ে অন্তর্বর্তীকালীন…

BNP and Jamat political conflict rise amid upcoming election in bangladesh

গণঅভ্যুত্থানে বাংলাদেশে (Bangldesh) ক্ষমতাচ্যুত হয়েছে হাসিনা সরকার। দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগ নেত্রী। ছাত্র আন্দোলনের পর ছাত্রদল-বিএনপি ও জামাতের একাংশকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে বাংলাদেশে। সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে সময় যত গড়াচ্ছে নির্বাচন করানো নিয়ে সেদেশে চাপ বাড়ছে ইউনূস সরকারের ওপর। প্রশ্ন উঠছে কবে নির্বাচনে যাবে এই অন্তবর্তীকালীন সরকার?

ভারত আয়োজিত বহুজাতিক বিমান মহড়া থেকে সরে দাঁড়াল বাংলাদেশ, পরিবর্তে থাকছে কোন দেশ?

   

এমন দাবিতেই ইতিমধ্যে সরব খালেদা জিয়ার দল বিএনপি। তবে বিএনপি নির্বাচনের চাপ বাড়ালেও এই মুহূর্তে নির্বাচনে যেতে রাজি নয় জামাত শিবির। তাঁদের আরও কিছুটা সময় প্রয়োজন বলেই দাবি কট্টরপন্থী গোষ্ঠীটির।

আন্দোলনকারীদের চাপের কাছে নতিস্বীকার, ন্যাশনাল মেডিক্যালে এবার নতুন অধ্যক্ষ

ইসলামি দলগুলিকে নিয়ে বাংলাদেশে (Bangldesh) ইসলামি শাসন ব্যবস্থা প্রণয়নের যে তৎপরতা জামায়াতে ইসলামী শুরু করেছে, ‘বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না’ বলে আগেই মন্তব্য করে‌ছেন ফখরুল। তাঁর কথায়, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক, একটি নির্বাচিত সরকার গঠিত হোক— এটাই মানুষ চান। এমনকি জামায়াতের নানা প্রস্তাব এবং তৎপরতা নিয়ে বিএনপির মহাসচিব মন্তব্য করেছেন, “যাঁরা একটি আসনেও ভোটে জিততে পারবেন না, তাঁরা এখন বড় বড় কথা বলে বেড়াচ্ছেন। সংবাদমাধ্যমও ফলাও করে সেইসব ছাপাচ্ছে।”

Narendra Modi: ধর্ষণ বিরোধী আইন প্রণয়নে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক, বিচারপতিদের আর্জি মোদীর

এদিকে হাসিনা পুত্র ওয়াজেদ জয় বলেন, “নিজেদের স্বার্থসিদ্ধির কথা না ভেবে দেশের সামগ্রীক স্বার্থের জন্য সুষ্ঠু নির্বাচনে যাক সরকার।” এই মন্তব্যের প্রেক্ষিতে বিএনপি নেতা ফকরুল মির্জা বলেন, “বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগও অংশগ্রহন করতে পারবে। তাতে আমাদের কোনও অসুবিধা নেই। কিন্তু আওয়ামী লীগের অতীতের সমস্ত কর্মকাণ্ডের জবাব তাঁদেরকে আগে দিতে হবে।” এদিকে মির্জা ফখরুলের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে জামাত শিবির। তাঁদের দাবি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এখন দ্রুত নির্বাচন আর আওয়ামী লীগকে কাছে চাইছে বিএনপি। এটা কাম্য নয়।