পাকিস্তানের সঙ্গে ক্রমে কূটনৈতিক নৈকট্য বাড়িয়ে নিচ্ছে সে দেশ থেকে ১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামে স্বাধীন হওয়া (Bangladesh) বাংলাদেশ। সেই সশস্ত্র সংগ্রামের এক গেরিলা ‘মুক্তিযোদ্ধা’-কে এবার প্রকাশ্যে জুতোর মালা পরানোর ছবি ভাইরাল। এই ঘটনায় তীব্র আলোড়ন বাংলাদেশে। (BD veteran Muktijoddha humiliated)
কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছনা BD veteran Muktijoddha humiliated
দৈনিক ‘ইত্তেফাক’ জানাচ্ছে, “কুমিল্লার চৌদ্দগ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।”
জানা গেছে, রবিবার (২২ ডিসেম্বর) চৌদ্দগ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই প্রবীণ মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরানোর ঘটনা ঘটে। এতে চরম ক্ষুব্ধ অন্যান্য প্রবীণ মুক্তিযোদ্ধারা। স্থানীয় চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান জানিয়েছেন এমন ঘটনা ঘটেছে। তদন্ত চলছে।
আওয়ামী লীগের সদস্য ছিলেন BD veteran Muktijoddha humiliated
লাঞ্ছিত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় সাংসদ মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে আগে একাধিক মামলা হয়েছিল। রবিবার দুপুরে তাকে একা পেয়ে স্থানীয় ১০-১২ ব্যক্তি হেনস্থা করে গলায় জুতোর মালা পরিয়ে দেয়।
ইত্তেফাক আরও জানাচ্ছে, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় জামাত ইসলামি নেতা আবুল হাসেমের নেতৃত্বে ১০ থেকে ১২ ব্যক্তি মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা দিয়ে এলাকা এমনকি কুমিল্লায় থাকতে পারবেন না বলে হুমকি দিচ্ছে। চাপের মুখে ওইসব মুক্তিযোদ্ধা এলাকায় আর আসবেন না বলে জানান।
দায়ী জামাত BD veteran Muktijoddha humiliated
পরে আক্রান্ত মুক্তিযোদ্ধা জানান, হঠাৎ আমাকে একা পেয়ে জোর করে ওরা জুতোর মালা গালায় দিয়ে ভিডিও করেছে। তারা সবাই জামাত রাজনীতি করে। আমি আওয়ামী লীগ করলেও বিগত দিনে তাদের কোনও ক্ষতি করিনি। উল্টো আওয়ামী লীগের এমপির রোষানলে পড়ে ৮ বছর এলাকা ছাড়া ছিলাম।
পাঁচ দশক আগে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ তৈরি হয়েছিল। তবে এই পাঁচ দশকে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সংযোগ ছিল নিয়মরক্ষায়। গত ৫ আগস্ট গণবিক্ষোভে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। শেষ হয়েছে গত পনের বছরের একটানা আ়ওয়ামী লীগের শাসন। শেখ হাসিনা ভারতে আশ্রিত। তার দলের বহু নেতা-মন্ত্রীর কেউ পলাতক ও কেউ বন্দি।
বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর জনতার ক্ষোভে আওয়ামী লীগের সমর্থকরা আক্রান্ত। অভিযোগ, গত পনের বছরে শেখ হাসিনা স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন। আর আওয়ামী লীগের সংশ্লিষ্টরা দুর্নীতিতে ডুবে গেছিলেন। হাসিনাকে ফিরিয়ে গণহত্যা চালানোর অভিযোগে বিচার করে ফাঁসি দেওয়ার দাবি উঠেছে বাংলাদেশে।
বাংলাদেশে এই রাজনৈতিক পালাবদলের মাঝে দেশটিতে কার্যত অরাজকতা কায়েম হয়েছে বলে অভিযোগ। তবে অন্তর্বর্তী সরকারের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
Bangladesh: A viral photo shows a veteran Muktijoddha in Bangladesh being humiliated with a shoe garland. The incident has sparked outrage. The veteran was attacked in Comilla’s Chauddagram. Police are investigating the matter.