আগরতলায় দূতাবাসে হামলা, ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করল বাংলাদেশ

আগরতলায় বাংলাদেশের দূতাবাসে হামলার ঘটনায় ভারতের তরফে বিবৃতি দিয়ে দু:খ প্রকাশ করা হয়েছে। হামলাকারীরা হিন্দুত্ববাদী। আর বিজেপি শাসিত ত্রিপুরায় এই হামলার পর সে রাজ্যের মুখ্যমন্ত্রী…

Bangladesh MOFA

আগরতলায় বাংলাদেশের দূতাবাসে হামলার ঘটনায় ভারতের তরফে বিবৃতি দিয়ে দু:খ প্রকাশ করা হয়েছে। হামলাকারীরা হিন্দুত্ববাদী। আর বিজেপি শাসিত ত্রিপুরায় এই হামলার পর সে রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছেন। (Bangladesh MOFA summons Indian envoy Pranay Verma)

প্রণয় ভার্মাকে তলব 

বিবিসির খবর, উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারপ্রাপ্ত বিদেশ সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তলব করা হয়েছে।

   

চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদ

সোমবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভারতের বিদেশ মন্ত্রক দুঃখ প্রকাশ করে বলেছে কোনও অবস্থাতেই কূটনৈতিক সম্পত্তিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত নয়।

হামলা ও পতাকা অবমাননার ঘটনা

হামলা ও পতাকা অবমাননার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। সোমবার বাংনাদেশ বিদেশ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া জানানো হয় আগরতলায় দূতাবাসে হামলার ঘটনা ছিল পূর্বপরিকল্পিত।

 Bangladesh: India expresses regret over the attack on the Bangladeshi embassy in Agartala by Hindutva groups. Tripura CM Manik Saha condemns the act. Bangladesh summons Indian High Commissioner Pranay Verma for an explanation.