মাঠেই ম্যাসিভ হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল

বাংলাদেশের ঝোড়ো ক্রিকেটার ও আন্তর্জাতিক ক্রিকেটার (Tamim Iqbal).তামিম ইকবাল ম্যাচ খেলতে নেমেই হার্ট অ্যাটাকে আক্রান্ত। তার পরিস্থিতি সংকটজনক। অসুস্থ হওয়া তামিম ইকবালকে হাসপাতালে লাইফ সাপোর্ট…

Tamim Iqbal

বাংলাদেশের ঝোড়ো ক্রিকেটার ও আন্তর্জাতিক ক্রিকেটার (Tamim Iqbal).তামিম ইকবাল ম্যাচ খেলতে নেমেই হার্ট অ্যাটাকে আক্রান্ত। তার পরিস্থিতি সংকটজনক। অসুস্থ হওয়া তামিম ইকবালকে হাসপাতালে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

Advertisements

ঘরোয়া ক্রিকেট ম্যাচে খেলা চলার সময় তার হার্ট অ্যাটাক হয়। জানা গেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন খেলছিলেন তিনি। সোমবার এই ক্রিকেট লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ঢাকা মহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন তামিম। টসে হেরে তামিমের দল ফিল্ডিং করতে মাঠে নামে। টস করার পরই মহামেডান অধিনায়ক তামিম ইকবালের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। তিনি মাঠেই পড়ে যান।

বিজ্ঞাপন

পরিস্থিতি বুঝে মাঠে আনা হয় হেলিকপ্টার। সেই কপ্টারে করে তাকে ঢাকায় আনার কথা ভাবা হয়েছিল। হেলিকপ্টার নামানোও হয়েছিল। কিন্তু তামিমের শারিরীক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকার নিকটে সাভার এলাকার ফজিলাতুননেসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তামিম ইকবাল সংকটজনক।

তামিম ইকবাল ২০১০ – ২০১১ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই তার সেঞ্চুরি রয়েছে।  প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করেন।

২০১১ সালে তামিম উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক ম্যাগাজিন কর্তৃক বছরের সেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসেবে নির্বাচিত হন। গ্রেম সোয়ান ও বীরেন্দ্র শেবাগকে পেছনে ফেলে তামিম এই খেতাব জিতে নেন।