হাসিনার স্বৈরাচারের কারণেই বাংলাদেশের এমন পরিণতি, বিস্ফোরক প্রাক্তন আইনমন্ত্রী

সরকারি চাকরিতে আসন সংরক্ষণ নিয়মের সংস্কার ইস্যুতে (কোটা সংস্কার) বাংলাদেশে (Bangladesh) রক্তাক্ত ছাত্র-জনতার বিক্ষোভে ক্ষমতাচ্যুত (Sheikh Hasina) শেখ হাসিনা। তিনি ভারতে আশ্রিত। তাঁর সরকারের আইনমন্ত্রী…

Bangladesh, Sheikh Hasina

সরকারি চাকরিতে আসন সংরক্ষণ নিয়মের সংস্কার ইস্যুতে (কোটা সংস্কার) বাংলাদেশে (Bangladesh) রক্তাক্ত ছাত্র-জনতার বিক্ষোভে ক্ষমতাচ্যুত (Sheikh Hasina) শেখ হাসিনা। তিনি ভারতে আশ্রিত। তাঁর সরকারের আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক। তিনি বন্দি। গোয়েন্দা পুলিশের জেরায় তাঁর বিস্ফোরক দাবি- ‘শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক মানসিকতার কারণেই আজ দেশের এই অবস্থা হয়েছে।’

গত ৫ আগস্ট বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়েছেন টানা চার দফায় সরকার গড়া শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন কোটা সংস্কার আন্দোলন দমনে গুলি চালানোর নির্দেশ দেন। শত শত পড়ুয়া ও বিক্ষোভকারীদের মৃত্যু হয়। নিজ দেশেই হাসিনা ‘গণহত্যা’ মামলায় অভিযুক্ত। তাঁর মন্ত্রিসভার সদস্য আনিসুল হকের বিরুদ্ধেও হত্যা মামলার তদন্ত চলছে। তিনি ধরা পড়ার পর পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে শেখ হাসিনার ভূমিকায় সরব বাংলাদেশের অন্যতম সংবাদপত্র ‘যুগান্তর’। এই সংবাদপত্রের খবর, গোয়েন্দা পুলিশের জেরায় প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক তাঁর দল আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সরব। জেরায় প্রাক্তন আইনমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা-নেতাদের কথা শুনতে চাইতেন না। যেভাবেই হোক তাকে ক্ষামতায় থাকতে হবে-এই মানসিকতা ছিল শেষ পর্যন্ত৷

   

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক গোয়েন্দা জেরায় জানিয়েছেন, রাগ-অনুরাগের বশবর্তী হয়ে বিভিন্ন সময়ে একগুঁয়েমি সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন। 

যুগান্তর জানিয়েছে, ‘ডিবির জেরার মুখে সাবেক (প্রাক্তন) আইনমন্ত্রী বলেন, ২০১৮ সালে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন। কিন্তু শেখ হাসিনা ওই সময় রাগ করে কোটা বাতিল করে দেন। এর মাধ্যমে তিনি শপথ ভঙ্গ করেছেন। কারণ, প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সময় তিনি বলেছিলেন, কোনো ধরনের রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে তিনি সিদ্ধান্ত নেবেন না। শেখ হাসিনা সরকারের একজন মন্ত্রী হিসাবে তিনি নিজেও এর দায় এড়াতে পারেন না।’

প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক জেরায় শেখ হাসিনাকে স্বৈরাচারী মানসিকতার বলেন। প্রাক্তন মন্ত্রী বলেছেন, ৪ জুলাই এক প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন, ‘আপনি শিক্ষার্থীদের চোখের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করুন। প্রয়োজনে আমাকে বলি দিন। ছাত্রদের দাবির প্রতি একাত্মতা পোষণ করুন।’ প্রতিমন্ত্রীর ওই বক্তবের পর তাকে গণভবন থেকে বের করে দেওয়া হয়। 

উল্লেখ্য, বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, রক্তাক্ত আন্দোলন দমনে গত ৪ জুলাই পর্যন্ত একরোখা ছিলেল ততকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে কড়া হাতে আন্দোলন দমনের নির্দেশ দেন। সেনা কর্তারা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পরদিন ৫ আগস্ট দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।