ইসলাম যাদের মগজে, তাদের সঙ্গে কোনও মানুষের বাস করা সম্ভব নয়: তসলিমা

নাস্তিক লেখিকা তসলিমা নাসরিনের (Taslima Nasrin) কটাক্ষ, শেখ হাসিনার শাসন ছিল স্বৈরাচারী। তিনিই ধর্মান্ধদের বাড়তে দিয়েছেন। তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর জিহাদিস্তানে পরিণত হয়েছে (Bangladesh) বাংলাদেশ।…

Taslima Nasrin

নাস্তিক লেখিকা তসলিমা নাসরিনের (Taslima Nasrin) কটাক্ষ, শেখ হাসিনার শাসন ছিল স্বৈরাচারী। তিনিই ধর্মান্ধদের বাড়তে দিয়েছেন। তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর জিহাদিস্তানে পরিণত হয়েছে (Bangladesh) বাংলাদেশ। তসলিমার আরও অভিযোগ, বাংলাদেশে সংখ্যালঘুরা প্রবল আক্রান্ত।

নিজ দেশের পরিস্থিতি সম্পর্কে লিখতে গিয়ে তসলিমা লাগাতার ধর্মীয় মৌলবাদীদের নিশানা করছেন। তিনি লিখেছেন, “আমি কোনওদিন কোনও ধর্মে বিশ্বাস করিনি। কোনও কিছু বিশ্বাস করার আগে আমি সে সম্পর্কে জানতে চাই। আমি শুধু প্রশ্ন করেছি, কিন্তু ধর্মের কোনও গল্পকে আমার বিশ্বাসযোগ্য মনে হয়নি। ধর্মের কোনও নিয়মকে বা শাসনকে আমার যৌক্তিক মনে হয়নি।”

   

তসলিমা লিখেছেন, “প্রথম যখন কোরানের অর্থ পড়ি, সেই ছোটবেলায়, তখনই আমি গর্ব করে বলতে শুরু করেছি, আমি নাস্তিক। শুধু যে কোরান হাদিস পড়েই মুসলমান পরিবারে জন্ম হওয়া মানুষ নাস্তিক হয়, তা নয়। জিহাদিদের নৃশংসতা দেখেও, মোল্লাদের নারীবিদ্বেষ আর অমুসলিম বিদ্বেষ দেখেও, জঙ্গিদের গলা কেটে মানুষ হত্যা করা দেখেও, শিবিরের রগ কাটা দেখেও, সারা বিশ্বে ইসলামি সন্ত্রাসীদের ঘৃণ্য সন্ত্রাস দেখেও — (যেসব ঘৃণা, নৃশংসতা, বিদ্বেষ, সন্ত্রাস ইসলাম জাস্টিফাই করে) মানুষ কিন্তু ইসলাম ধর্মের মোহ থেকে মুক্তি পেতে পারে, নাস্তিক হতে পারে। ৫ আগস্টের পর আমার এক বাংলাদেশের মুসলমান বোন আস্তিক থেকে নাস্তিক হয়ে গেছে।”

বাংলাদেশে মুক্তচিন্তার জায়গা নেই বলে উদ্বিগ্ন তসলিমা নাসরিন। নিজ দেশ থেকে নির্বাসিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা ফেসবুকে লিখেছেন,” মাঝে মাঝে মনে হয় দেশের সব অমুসলিম, শিয়া, আহমদি, নাস্তিক, সমকামী, রূপান্তরকামী, প্রগতিশীল, যুক্তিবাদী, মুক্তচিন্তায় বিশ্বাসী মানুষ দেশ থেকে বের হয়ে কোনও সভ্য দেশে চলে যাক। শুধু ধর্মান্ধ, জিহাদি, জঙ্গি, সন্ত্রাসী,জামাত শিবির আর রাজাকার বাস করুক দেশে।”

তিনি লিখেছেন, “আবার মনে হয় দেশ ভাগ হয়ে যাক, এক ভাগে থাকবে জিহাদি, আরেক ভাগে মানুষ। ইসলাম যাদের মগজে, তাদের সঙ্গে কোনও মানুষের বাস করা সম্ভব নয়।”