পশ্চিমবঙ্গ সহ ভারতে সন্ত্রাস ছড়ানোর ডাক সদ্য জেলমুক্ত আনসারুল্লাহ নেতার

শেখ হাসিনার পতনের পরই বাংলাদেশে (Bangladesh) অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আর নয়া সরকারের প্রধান হয়েছেন ডা. মুহাম্মদ ইউনূস। কিন্তু তার সরকার ক্ষমতা গ্রহণ করতেই দেশজুড়ে…

Bangladeshi extremist leader calls for west bengal separation from narendra modi rule

শেখ হাসিনার পতনের পরই বাংলাদেশে (Bangladesh) অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আর নয়া সরকারের প্রধান হয়েছেন ডা. মুহাম্মদ ইউনূস। কিন্তু তার সরকার ক্ষমতা গ্রহণ করতেই দেশজুড়ে বেড়েছে ইসলামপন্থীদের আস্ফালন। সরকারের নির্দেশেই জেল থেকে ছাড়া পেয়েছেন উগ্র ইসলামিক নেতা জসিমুদ্দিন রহমানী।

Advertisements

কলতান গ্রেফতার হতেই বাম নেতার সমর্থনে আসরে এবার ‘রাম’

Advertisements

উগ্র ইসলামী গোষ্ঠী আনসারুল্লাহ বাংলার প্রধান তিনি। আর জেল থেকে ছাড়া পেয়েই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, “মোদীর শাসন থেকে বাংলাকে স্বাধীন করুন।” আনসারুল্লাহ আলকায়দারই ভারতীয় উপমহাদেশের শাখা সংগঠন। এই সংগঠনের নেতা কুখ্যাত জসিমুদ্দিন পাকিস্তান-আফগানিস্তানে দীর্ঘদিন ট্রেনিং নিয়েছে। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপেও নাম জড়িয়েছিল জসিমুদ্দিনের।

অডিও ক্লিপটি সত্য, কলতানেরই কণ্ঠস্বর!

সম্প্রতি ঢাকার একটি হাসপাতাল থেকে একটি ভিডিও বার্তায় এই বার্তা দেয় আনসারুল্লাহ নেতা। সেখানে স্পষ্ট বলে, বাংলাদেশ সিকিম, ভুটান নয়, ১৮ কোটি মুসলমানের দেশ এটি। ভারত বাংলাদেশের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিলে আমরা চিনের দ্বারস্থ হব এবং উত্তর-পূর্ব ভারতে নাশকতামূলক কার্যকলাপ বাড়াব।

আমায় একটু সময় দিন…জুনিয়ার ডাক্তারদের অবস্থানমঞ্চে বার্তা মমতার

তাঁর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়েছে বলেই মনে করা হচ্ছে। এর আগে ২০১৩ সালে নাস্তিক ব্লগার আহমেদ রাজীব হায়দারকে হত্যা করে গ্রেফতারল হয় জসিমুদ্দিন।