ডলার বাতিল, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারত-বাংলাদেশের বাণিজ্য শুরু ‘গান্ধী ছাপ’ টাকায়

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ এশিয়ার বাণিজ্য- অর্থনীতি একটি মোড় নিতে চলেছে। মার্কিন ডলারের নির্ভরতা কাটিয়ে বাংলাদেশ ও ভারত পারস্পরিক বাণিজ্যিক (India Bangladesh Trade) লেনদেনে…

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ এশিয়ার বাণিজ্য- অর্থনীতি একটি মোড় নিতে চলেছে। মার্কিন ডলারের নির্ভরতা কাটিয়ে বাংলাদেশ ও ভারত পারস্পরিক বাণিজ্যিক (India Bangladesh Trade) লেনদেনে মূখ্য ভূমিকা নেবে ভারতীয় রুপি।  ভারতের মুদ্রায় হবে দুই দেশের বাণিজ্য।

বাংলাদেশ সরকার জানিয়েছে, বৈদেশিক মুদ্রার মজুদ বাড়াতে এবং মার্কিন ডলারের নির্ভরতা কমাতে  ভারতের সঙ্গে সে দেশের মুদ্রা অর্থাৎ রুপিতে লেনদেন শুরু হচ্ছে। আগামী ১১ জুলাই শুরু হবে লেনদেন। বাংলাদেশের দুটি ব্যাংক ভারতীয় রুপিতে বাণিজ্যিক লেনদেন শুরুর পরিকল্পনা করেছে।

   

বাংলাদেশের ‘সোনালী ব্যাংক’ ও ‘ইস্টার্ন ব্যাংক’ ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে। আগামী ১১ জুলাই থেকে লেনদেন করবে তারা। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম জানান, আগামী দিনগুলিতে আরও ব্যাংক আমাদের সঙ্গে যুক্ত হবে। এতে বৈদেশিক রিজার্ভের ওপর চাপ কমবে। ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার জানান, ভারত-বাংলাদেশ বাণিজ্যে ভারতীয় রুপির ব্যবহার দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে অবদান রাখবে

Advertisements

সাম্প্রতিক  ডলার ঘাটতির কারণে বাংলাদেশ সরকার আমদানি করা জ্বালানির জন্য অর্থ পরিশোধ করতে হিমশিম খাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর বাংলাদেশে ডলারের রিজার্ভ এক তৃতীয়াংশেরও বেশি হ্রাস পেয়েছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News