Bangladesh: ঢাকা মেট্রোতে দুর্গা কী খুঁজছে? ‘চমক’ বার্তা মডেল রুকাইয়া জাহানের

শারদোৎসবে একের পর এক ফটোশ্যুটে চমকে দিচ্ছেন (Bangladesh) বাংলাদেশি অভিনেত্রী-মডেল (Rukaiya Jahan Chamak) রুকাইয়া জাহান চমক। বিতর্কিত রুকাইয়া গত ৫ আগস্ট শেখ হাসিনা জমানা পতনের পর থেকে বারবার বিস্ফোরক মন্তব্য করছেন। দুর্গোৎসবের (Durga puja)  কিছু আগে থেকে দুর্গা হয়েছেন তিনি।

Advertisements

দুর্গা রূপে রুকাইয়া জাহান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “তোমাদের এই নগরীতে এতো হিংসা-বিদ্বেষ , এতো নিষ্ঠুরতা কেনো ??? কারো উৎসব কারো ধিক্কার কেনো??? আমিতো দেখেছি সবার রক্তের রঙ হুবহু একই !!!” রুকাইয়া জাহানের এই দুর্গা ফটোশ্যুটে বাংলাদেশ আলোড়িত। তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে।

দুর্গাপূজার ঠিক আগে রুকাই জাহানের আরও একটি মুহূর্ত ভাইরাল হয়েছিল। সেই ছবিতে রুকাইয়া জাহান করুণ দুর্গা রূপ নিয়েছিলেন। তিনি এই ছবি দিয়ে লিখেছিলেন, “মেট্রোতে দুর্গা” কি খোঁজে ?”

অভিনেত্রী মডেল রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে বিনোদন অঙ্গনে এসেছেন। ২০২০ সাল থেকে অভিনয় শুরু করেন তিনি। তাঁর জন্ম বরিশালে। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে চমক বলেছিলেন, বাংলাদেশে নৈরাজ্যের জন্য আওয়ামী লীগ দায়ি। তাঁর মন্তব্যে বিতর্ক তৈরি হয়।

Advertisements

বাংলাদেশে গণবিক্ষোভে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের শাসন শেষ হয়েছে। একাধিক অভিনেতা-অভিনেত্রীরা বিগত জমানার বিরুদ্ধে সরব। এই তালিকায় গরম মন্তব্য করে চমকে দিচ্ছেন রুকাইয়া জাহান চমক।

পালাবদলের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভারত সফর নিয়েও কটাক্ষ করেছিলেন রুকাইয়া জাহান চমকে।  গত ৬ অক্টোবর ভারতের কাছে বাংলাদেশ পরাজিত হয়।  ভারতের বিপক্ষে এমন অসহায় হারের পর বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে রীতিমতো মশকরা করেছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ফেসবুকে একটি পোস্টে অভিনেত্রী লেখেন ‘সামনের বছর আর মাছ পাঠাবো না বলে দিচ্ছি।’ অভিনেত্রী লিখেছেন বাংলাদেশের খেলোয়াড়দের ব্যাটিং দেখে এত মায়া হচ্ছিল! আচ্ছা তাদের আরেকটু বেশি করে পুষ্টিকর খাবার খাওয়ানো যায় না? মানলাম আমরা গরিব দেশ, তাই বলে আমাদের খেলোয়াড়দের ঠিক করে খাওয়াতে পারব না? এতটা কৃপণও কিন্তু আমরা নই।

এই পোস্টে চমক লিখেছিলেন ‘আর দাদাদের যত কিছুই থাকুক না কেন, আমাদের মতো এত ইলিশ মাছ তো নেই। এরপর এভাবে পেটালে— সামনের বছর আর মাছ পাঠাব না বলে দিচ্ছি।’