Porimoni: ভাঙলেন রাজের ঘর, ফের নতুন স্বামীর খোঁজে পরীমণি?

Porimoni

ঢালিউড ও টলিউডের আলোচিত নায়িকা  পরীমণির (porimoni) ঘর ফের ভাঙল। তিনি ফের বিবাহ বিচ্ছেদ করলেন। বাংলাদেশের চলচ্চিত্র মহলের গুঞ্জন, বেশিদিন স্বামী বা সঙ্গী ছাড়া থাকতে পারেন না পরীমণি। তিনি শীঘ্রই নতুন স্বামী খুঁজে নেবেন। ছবার বিয়ে করেছেন পরী। সর্বশেষ স্বামী শরিফুল রাজের সাথে দাম্পত্য কলহ ছিল চর্চিত। সেই সম্পর্ক কেটে রাজের কাছে ডিভোর্স লেটার পাঠিয়েছেন শামসুন্নাহার স্মৃতি (পরীমণি)।

Advertisements

পরী ও রাজের সম্পর্ক এমনই যে বিয়ের আগেই দুজনেই পিতা মাতা হয়ে যান। সন্তানসম্ভবা পরীকে বিয়ে করেন রাজ। তাদের সন্তান রাজ্য থাকে মা পরীর কাছে। সংসারে অনেকদিন ধরেই ঝামেলা চলছিল। চারটি কারণ দেখিয়ে রাজকে ডিভোর্স দিয়েছেন পরীমণি। সেখানে তিনি কারণ হিসেবে জানান ১. মনের অমিল হওয়া, ২. বনিবনা না হওয়া, ৩. খোঁজ না নেয়া এবং ৪. মানসিক অশান্তি জন্য বিবাহ বন্ধন ছিন্ন করতে চান।

Advertisements

পরীমণি এবং শরিফুল রাজ ‘গুণিন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়েই সম্পর্কে জড়ান। এরপর প্রেম পর্ব কাটিয়ে বসে যান বিয়ের পিঁড়িতে। ২০২১ সালের ১৭ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন পরীমণি ও শরীফুল রাজ। ২০২২ সালে এই দম্পতির সংসারজুড়ে আসে একটি পুত্রসন্তান।