Bangladesh: ইসলামি মৌলবাদীদের রোষের মুখে বাংলাদেশি নায়িকা অপু বিশ্বাস

Actress Apu Biswas

বাংলাদেশের (Bangladesh) বিনোদন মহলে ক্রমে বাড়ছে ইসলামি মৌলবাদীদের চাপ। পরীমণি ও মেহজাবিন চৌধুরীকে বাধা দেওয়ার পর এবার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের (Apu Biswas) অনুষ্ঠানে কোপ পড়ল। অভিযোগ, ইসলামি মৌলবাদীদের বাধায় নায়িকা অপু একটি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

Advertisements

অপু বিশ্বাস বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গের চলচ্চিত্র মহলে বিশেষ পরিচিত। অপু ও বাংলাদেশি স্টার অভিনেতা শাকিব খানের বিবাহ বিচ্ছেদ নিয়ে বিতর্ক চলতেই থাকে। অপু বিশ্বাসের অনুষ্ঠান আটকে দেওয়া ঘিরে এবার আরও এক বিতর্ক শুরু।

ঢাকার কামরাঙ্গীচরে একটি রেস্টুরেন্ট উদ্বোধন করার কথা ছিল অপু বিশ্বাসের। স্থানীয় ইসলামি মৌলবাদীরা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে থানায় গিয়ে অভিযোগ জানান। এরপর পুলিশের হস্তক্ষেপে অপু বিশ্বাসকে ছাড়াই সেই রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়।

কামরাঙ্গীরচর থানার ওসি মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, ‘একটি রেস্টুরেন্ট উদ্বোধন করতে অপু বিশ্বাসের আসার কথা ছিল। তিনি সময়মতো আসেননি। এ জন্য আমি ও রেস্টুরেন্ট মালিক মিলেই উদ্বোধন করেছি।’

বিতর্ক তুঙ্গে ওঠার পর অপু বিশ্বাস বলেছেন ‘মালিকপক্ষ থেকে যোগাযোগ করে বলল, আপু, টাইম শেষ। আপনি একটা সুন্দর ভিডিও পাঠিয়ে দিন।’ অপু বিশ্বাস জানিয়েছেন অনুষ্ঠানে ‘তাদের ইলেকট্রিসিটি সমস্যা ছিল।’ তবে ঢাকার বিনোদন মহলে গুঞ্জন চাপের মুখে অপু বিশ্বাস ইলেকট্রিসিটি খারাপ ছিল বলেছেন।

Advertisements

সম্প্রতি ইসলামি মৌলবাদীদের বাধার মুখে অনুষ্ঠান করতে না পেরে বাংলাদেশি অভিনেত্রী শামসুন্নার স্মৃতি পরীমণি ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন “এতো চুপ করে থাকা যায় নাকি!!! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে!? Insecure feel হচ্ছে ! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা!”

এই পোস্ট করার ঠিক পরেই পুরনো একটি মামলায় পরীমণির বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। খুনের চেষ্টা মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিন পান পরীমণি। তিনি আগে মাদক পাচার মামলায় জেলে গেছিলেন।

নায়িকা অপু বিশ্বাস ২০০৮ সালে বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেন। ২০১৭ সালে একটি টেলিভিশনে সরাসরি সাক্ষাৎকারে অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে বিয়ের কথা প্রকাশ করেন।২০১৬ সালে কলকাতায় তাদের পুত্র সন্তান আব্রাম খান জয়ের জন্ম হয়। শাকিব খানের সঙ্গে আরও এক অভিনেত্রী বুবলীর সম্পর্ক ঘিরে টানাপোড়েনের মধ্যে ২০১৮ সাল অপু বিশ্বাসের বিবাহ বিচ্ছেদ হয়।