Bangladesh: নোবেলজয়ী ইউনূস শাসিত বাংলাদেশে হচ্ছে না ‘বই উৎসব’, বিরল তকমায় কালো দাগ

বাংলাদেশে (Bangladesh) ইংরাজি বর্ষবরণের অন্যতম আকর্ষণ ছিল বই উৎসব। তবে এবার নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) শাসনে সেটি হচ্ছে না। ‘বই উৎসব’ বাংলাদেশ সরকারের একটি উদ্যোগ।…

Muhammad Yunus

বাংলাদেশে (Bangladesh) ইংরাজি বর্ষবরণের অন্যতম আকর্ষণ ছিল বই উৎসব। তবে এবার নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) শাসনে সেটি হচ্ছে না। ‘বই উৎসব’ বাংলাদেশ সরকারের একটি উদ্যোগ। এ উৎসব পালনে প্রতিবছর ১ জানুয়ারি  প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এটি পাঠ্যপুস্তক উৎসব বা পাঠ্যপুস্তক উৎসব দিবস নামেও পরিচিত।(Bangladesh will not be holding a book festival to distribute free textbooks)

(Bangladesh free textbooks festival) বাংলাদেশের বই উৎসব বিশ্বে নজির গড়েছে:

   

পাঠ্যপুস্তকের সংকট কমাতে ২০০৯ সালে বাংলাদেশ সরকার বিনামূল্যে বই বিতরণের সিদ্ধান্ত নেয়। একদিনে বিশাল সংখ্যক বই সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে প্রথম ভূমিকা নেয়। প্রতিবছর এই অভিনব বই উৎসব বিশ্বজুড়ে আলোচিত হতো। বই উৎসব শুরু করে শেখ হাসিনার সরকার। তবে গত আগস্ট মাসে গণবিক্ষোভে হাসিনা ক্ষমতাচ্যুত।

(Book festival to distribute free textbooks canceled)  ইউনূস সরকার কেন বন্ধ করল বই উৎসব?

অন্যান্য বছরের মতো ১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের  প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়। তিনি বলেছেন, নতুন করে বইয়ের টেন্ডার ও সংস্কারের কারণে এ বছর বই উৎসব হচ্ছে না।  তবে জানুয়ারি মাসের মধ্যেই সব প্রাথমিক শিক্ষার্থীর হাতেই বই পৌঁছে যাবে। তিনি বলেছেন, ‘বাইরের একটি দেশকে বই ছাপানোর জন্য টেন্ডার দেয়া হয়েছিল যা বাতিল করা হয়েছে। নতুন বইয়ে বেশ কিছু সংস্কার ও সংযোজন করা হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে বই দিতে কিছুটা বিলম্ব হচ্ছে।

ইতিমধ্যেই বাংলাদেশের প্রাথমিক শিক্ষার পাঠক্রমে এরগুচ্ছ বিষয় অন্তর্ভুক্তি হয়েছে। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেনের লেখা বেশি করে থাকছে। সম্পূর্ণ বাতিল হচ্ছে শেখ মুজিবুর রহমানের নাম ও তার সম্পর্কে লেখা।

আরও পড়ুন: বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় আরো বেশি রবীন্দ্রনাথ-নজরুল-রজনীকান্তর লেখা, বাতিল মুজিব

বাংলাদেশ পাঠ্যপুস্তকের সংকট কমাতে ২০০৯ সালে সরকার বিনামূল্যে ২৯৬ কোটি ৭ লাখ টাকার পাঠ্যপুস্তক প্রদানের উদ্যোগ নেয়। ২০১০ সালের ১ জানুয়ারি এই প্রক্রিয়ার প্রথম উদ্বোধন করেন।  ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২৬ কোটি ১ লাখ ৬৮ হাজার ৭১০ শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। 

To alleviate the textbook crisis, the Bangladesh government decided to distribute books for free in 2009. Bangladesh was the first country in the world to distribute a large number of books to students in all educational institutions in one day. This innovative book festival was discussed around the world every year. The book festival was started by Sheikh Hasina’s government. However, Hasina was ousted from power in August due to mass protests.