BMD: দুর্গাপূজার সময় বঙ্গোপসাগর উপকূলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা বার্তা বাংলাদেশের

সপ্তমীতে বঙ্গোপসাগরে স্পষ্ট নিম্নচাপের সৃষ্টি। শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আজ,শনিবার বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তার কাছাকাছি মধ্য-বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

Advertisements

ইতিমধ্যে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাঝ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

   

বাংলাদেশের আবহাওয়াবিদ মহ: ওমর ফারুক জানিয়েছেন, নিম্নচাপটি পরিণত হতে আরও দুদিন লাগতে পারে। তখন বোঝা যাবে, এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না এবং এর মুখ কোনদিকে হবে। বাংলাদেশের দিকে হলে প্রচুর বৃষ্টিপাত হবে। আর অন্যদিকে গেলে বৃষ্টি কম হবে।

Advertisements

রবিবার (২২ অক্টোবর) বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সোমবার (২৩ অক্টোবর) বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গম্ভীর নিম্নচাপের ফলে দুর্গাপুজোর শেষের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারফলে মুখভার উৎসব প্রিয় বাঙালির।