Monday, December 8, 2025
HomeWorldBangladeshBangladesh: বাংলাদেশে ট্রেন দুর্ঘটনা, লাইনে পড়ে রক্তাক্ত একাধিক দেহ

Bangladesh: বাংলাদেশে ট্রেন দুর্ঘটনা, লাইনে পড়ে রক্তাক্ত একাধিক দেহ

- Advertisement -

রেল লাইনে ছড়িয়ে দেহগুলির মাথা কেটে গেছে। ভয়াবহ দৃশ্য। ট্রেন ছিটকে পড়ে আছে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বড়সড় ট্রেন দুর্ঘটনা ঘটল কিশোরগঞ্জের ভৈরবে। যাত্রীবাহী এগারসিন্ধু ট্রেনকে একটি মালবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা মেরেছে বলেছে খবর।কিশোরগঞ্জের ভৈরব জংশনে এই ঘটনাটি ঘটেছে।কমপক্ষে ১০ জন নিহত। আরও মৃত্যুর আশঙ্কা।

আজ,সোমবার বিকেল সাড়ে ৩টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ রেলপথ মন্ত্রকের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

   

জানা গেছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। অপরদিকে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটেছে।

যাত্রীবাহী এগারসিন্দু ট্রেনের তিনটি বগি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, উল্টে যাওয়া ট্রেনের কামরার তলায় অনেকে চাপা পড়ে আছে। তাদের দেহ কাটা পড়েছে। মর্মান্তিক সেই দৃশ্য। চলছে উদ্ধারকাজ।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, উল্টে যাওয়া বগির নিচে অনেক যাত্রী চাপা পড়েছে। এ ছাড়া রেললাইনের ওপর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

পুলিশ সুপার রাসেল শেখ জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ১০ জনের বেশি যাত্রী নিহত হয়েছে বলে ভৈরব থানা সূত্রে খবর পেয়েছি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ভৈরব রেলওয়ে থানার ওসি আলীম হোসেন সিকদার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular