HomeWorldBangladeshবাংলাদেশে শিক্ষক বিদ্রোহ চরমে: কমপ্লিট শাটডাউন ঘোষণা, কারণ কী?

বাংলাদেশে শিক্ষক বিদ্রোহ চরমে: কমপ্লিট শাটডাউন ঘোষণা, কারণ কী?

- Advertisement -

বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে চরম অস্থিরতা। ইউনূস সরকারের সময় থেকেই যে বৈষম্য ও প্রশাসনিক বিশৃঙ্খলার অভিযোগ জমে উঠছিল, তা এখন ফের জ্বালা ধরিয়েছে শিক্ষাঙ্গনে। সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকরা ঘোষণা করেছেন, ১ ডিসেম্বর থেকে দেশজুড়ে ‘কমপ্লিট শাটডাউন’। প্রাথমিকভাবে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। একই সঙ্গে হুঁশিয়ারি—১১ ডিসেম্বর থেকে তাঁরা যাবেন লাগাতার অনশন আন্দোলনে, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।

বৈষম্যের অভিযোগেই বিস্ফোরণ

বাংলাদেশি সংবাদমাধ্যম কালের কণ্ঠ-এর প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারী শিক্ষকদের অভিযোগ—
অনেক নীচের গ্রেডের সরকারি পদও সম্প্রতি নবম গ্রেডে উন্নীত হয়েছে। কিন্তু বহু বছর ধরে দাবি সত্ত্বেও সহকারী শিক্ষক পদটি রয়ে গেছে দশম গ্রেডেই।
এক শিক্ষক বলেন,
“আমরা দীর্ঘদিন বৈষম্যের শিকার। বহুবার আন্দোলন করেছি। এবার দাবি আদায় করেই স্কুলে ফিরব।”

   

শিক্ষকদের দাবি, সহকারী শিক্ষক পদের এন্ট্রি গ্রেড অবশ্যই নবম করা হোক। কারণ—

নানাবিধ সরকারি পদে গত দুই বছরে গ্রেড উন্নীত হয়েছে

একই শিক্ষা ব্যবস্থার অনেক কর্মকর্তা ইতিমধ্যেই উন্নীত গ্রেডের সুবিধা পাচ্ছেন

কিন্তু সহকারী শিক্ষকরা রয়ে গিয়েছেন আগের গ্রেডেই, ফলে পদোন্নতি ও মর্যাদার ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে

শিক্ষকদের বিস্ফোরক মন্তব্য Bangladesh Teachers Grade Protest

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক শাহবউদ্দিন মাহমুদ সালমী জানান,
“সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের আওতায় আনতে হবে। মাধ্যমিক শিক্ষা অধিদফতর গঠন করে দ্রুত গ্যাজেট প্রকাশ করতে হবে। এতে প্রশাসনিক পদে পদোন্নতির সুযোগ তৈরি হবে।”

আন্দোলনরত শিক্ষকদের মূল দাবি

  • সহকারী শিক্ষক পদকে নবম গ্রেডে উন্নীতকরণ
  • পদটি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করা
  • বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্যপদে দ্রুত নিয়োগ
  • সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ৩ কর্মদিবসের মধ্যে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড মঞ্জুরি
  • ২০১৫ সালের আগের নিয়মে সহকারী শিক্ষকদের ৩/২ ইনক্রিমেন্টসহ অগ্রিম বেতন সুবিধা ফের চালু
  • পদোন্নতি, পদায়ন ও গ্যাজেট প্রকাশে স্বচ্ছতা ও দ্রুততা

আগামী দিনগুলো কী?

শিক্ষকদের স্পষ্ট মন্তব্য, দাবি না মানা পর্যন্ত কোনও অবস্থাতেই কর্মস্থলে ফেরা নয়। অর্থাৎ ১ ডিসেম্বর থেকে দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা কার্যত থমকে যেতে চলেছে। ১১ ডিসেম্বর থেকে অনশন শুরু হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

বাংলাদেশের প্রশাসনের ওপর চাপ তৈরি করছে এই নতুন আন্দোলন। শিক্ষা ক্ষেত্রের সামগ্রিক অস্থিরতার প্রেক্ষিতে সরকারের অবস্থান এখন সবচেয়ে নজরে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular