Sunday, December 7, 2025
HomeWorldBangladeshBangladesh: ভারতে হজরত মহম্মদের সমালোচনার প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভ

Bangladesh: ভারতে হজরত মহম্মদের সমালোচনার প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভ

- Advertisement -

ইসলামি সংগঠনগুলি শুক্র ও শনিবার প্রতিবাদ দেখিয়েছে। রবিবার পড়ুয়াদের বিক্ষোভে ফের সরগরম বাংলাদেশের (Bangladsh) রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ শাপলা চত্বর। ভারতে ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নূপূর শর্মা (Nupur Sharma) একটি টিভি চ্যানেলে হজরত মহম্মদের নামে কটুক্তি করেন বলে অভিযোগ। এর প্রতিবাদে ঢাকার নটরডেম কলেজের পড়ুয়ারা বিক্ষোভ করেন।

ভারতের হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মাকে বিজেপি সাসপেন্ড করেছে। তবে তাঁর মন্তব্যের জেরে আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া চলেছে। আর ভারতের বিভিন্ন রাজ্যে চলেছে প্রতিবাদ। পশ্চিমবঙ্গের হাওড়া ও মুর্শিদাবাদের কয়েকটি এলাকায় হিংসাত্মক প্রতিবাদের জেরে জারি হয়েছে ১৪৪ ধারা।

   

নটরডেম পড়ুয়ারা শাপলা চত্বর প্রাঙ্গণে তারা জড়ো হন। কলেজ থেকে শাপলা চত্বর পর্যন্ত ছাত্রদের মানববন্ধন হয়। বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন। নূপুর শর্মার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভকারীরী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা জানাতে বলেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular