Sheikh Hasina: ‘আশ্রিত’ হাসিনার মুখ বন্ধ করাতে ভারত সরকারকে চাপ দিল বাংলাদেশ

গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হয়ে ১০০ দিনের বেশি ভারতে আছেন (Sheikh Hasina) শেখ হাসিনা। বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী পড়শি দেশে ‘আশ্রিত’। তাঁর বিরুদ্ধে গণহত্যা মামলা চলছে আন্তর্জাতিক…

গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হয়ে ১০০ দিনের বেশি ভারতে আছেন (Sheikh Hasina) শেখ হাসিনা। বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী পড়শি দেশে ‘আশ্রিত’। তাঁর বিরুদ্ধে গণহত্যা মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে। প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফিরিয়ে এনে বিচার করা হবে বলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

ভারতে অবস্থান করা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সময়ে দেওয়া বিবৃতি ও বক্তব্য ভালো চোখে দেখছে না সরকার বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এমনই জামান বাংলাদেশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ তৌফিক হাসান।

   

তিনি বলেন, ‘সাবেক (প্রাক্তন) প্রধানমন্ত্রী ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময়ে ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিকভাবে যে রাজনৈতিক বিবৃতি ও বক্তব্য দিচ্ছেন,সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এ ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক (প্রাক্তন) প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য ও বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে।’

বাংলাদেশ বিদেশমন্ত্রক মুখপাত্র বলেন, আমরা যখন বিষয়টি ভারতীয় রাষ্ট্রদূতের কাছে উত্থাপন করেছিলাম, তখন তিনি জানিয়েছেন যে তিনি বিষয়টি তার দেশের সরকারের কাছে জানাবেন। আমরা আসলে সত্যিকার অর্থে আনুষ্ঠানিকভাবে কোনও জবাব পাই নাই। তারা বিষয়টি দেখবেন এরকম জানিয়েছেন।

ঢাকায় বিদেশমন্ত্রক মুখপাত্র আরও বলেছেন আমাদের দুই দেশের মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ, সেটির জন্য এ ধরনের বক্তব্য থেকে তাকে বিরত রাখাটা অত্যন্ত জরুরি।

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর বাংলাদেশে চলছে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনাকে ‘চুপ’ থাকার জন্য আগেই বার্তা দেন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সাম্প্রতিক সময়ে বারবার দেখা গেছে, ভারতে আশ্রিত শেখ হাসিনা তাঁর দল আওয়ামী লীগ নেতাদের ফোন করে ও ভিডিও বার্তা দিয়েছেন।