ভারতীয় দূতাবাসে হামলার আশঙ্কায় সেনা নিরাপত্তা দিল বাংলাদেশ, প্রণয় ভার্মা বললেন ‘বন্ধু থাকব’

17 Illegal Bangladeshi Immigrants Arrested in Maharashtra for Unauthorized Entry
Bangladesh

Bangladesh: ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার জেরে ঢাকা-নয়াদিস্লি কূটনৈতিক সম্পর্ক গরম। এই পরিস্থিতিতে মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে জরুরি তলব করে বাংলাদেশ সরকার। তিনি বাংলাদেশের (Bangladesh) বিদেশ সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন।কূটনৈতিক বৈঠক শেষে ভারতের রাষ্ট্রদূত বলেন ‘যাই হোক, আমরা বন্ধু থাকব।

ভারতের রাষ্ট্রদূত বলেছেন ‘আমরা একটি ইতিবাচক, টেকসই ও গঠনমূলক সম্পর্ক তৈরি করতে চাই। আমরা অনেক বিষয়ে কাজ করছি। অনেক বিষয়ে আমাদের পারষ্পরিক নির্ভরশীলতা রয়েছে। আমাদের ইতিবাচক সম্পর্কে উভয় দেশের জনগণ উপকৃত হয়।’

   

বাংলাদেশের সংবাদপত্র ইত্তেফাক আরও জানাচ্ছে, বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘বিগত মাসগুলোতে আমাদের সম্পর্কে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। বিদ্যুৎ, জরুরি পণ্যসহ বেশ কিছু ইতিবাচক দিক নিয়ে আমরা কাজ করছি। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করছি এবং ভবিষ্যতেও একসঙ্গে কাজ করে যেতে চাই।’ 

বিবিসি জানিয়েছে, ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশ সিভিল সোসাইটি নামের একটি সংগঠন ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দেয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারতীয় দূতাবাসে প্রবেশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছে সশস্ত্র রক্ষা। ঢাকার শাহজাদপুর এবং কূটনৈতিক অঞ্চল বলে পরিচিত এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। ভারতীয় দূতাবাসগামী কিছু রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। দূতাবাসের নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যও রয়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন