বাংলাদেশের “জাতির পিতা” মুজিবুর রহমান আপাতত বহাল, বাতিল হবে ইভিএম

আপাতত স্বস্তিতে দেশত্যাগী শেখ হাসিনা। তার পিতা নামে “জাতির পিতা” তকমা এখনই বাতিল হল না বাংলাদেশে। তবে তার আমলে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগে বাতিল হতে…

bangladesh political turmoil

আপাতত স্বস্তিতে দেশত্যাগী শেখ হাসিনা। তার পিতা নামে “জাতির পিতা” তকমা এখনই বাতিল হল না বাংলাদেশে। তবে তার আমলে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগে বাতিল হতে চলেছে ইভিএম ব্যবস্থা। (bangladesh political turmoil)

২০১১ সালের ৩০ জুন শেখ হাসিনার শাসনে বাংলাদেশ জাতীয় সংসদে দেশটির সংবিধানের (Constitution of Bangladesh) পঞ্চদশ সংশোধনী পাস হয়েছিল। এই সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে (Sheikh Mujibur Rahman) “জাতির পিতা” (জাতির জনক) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। শেখ হাসিনা (Seikha Hasina) গত চলতি বছরের ৫ আগস্ট গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রিত। তার পিতা শেখ মুজিবুর রহমান।

   

বাংলাদেশে চলছে নোবেল জয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এই সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বারবার দাবি করেছে মুজিবুর রহমানের নামের সঙ্গে ”জাতির পিতা” লেখা বাতিল করতে হবে। তাদের অভিযোগ, এটি ছিল শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির অঙ্গ ও প্রচার। তবে তাদের এই আবেদন আপাতত বাতিল করল হাইকোর্ট।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে রায় ঘোষণার সময় বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চের পর্যবেক্ষণ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল। বেঞ্চ জানায়, পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল হবে না।

বাংলাদেশ সংবিধানের ১৫তম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। বিচারপতিদের পর্যবেক্ষণ সংবিধানের মূল কাঠামো হচ্ছে গণতন্ত্র। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। হাইকোর্ট জানায়,সংবিধানের সৌন্দর্য হচ্ছে জনগণের ক্ষমতায়ন, জনগণই সকল ক্ষমতার উৎস। আদালতের রায়ে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।

ইভিএম বাতিল হচ্ছে বাংলাদেশে

অন্যদিকে বাংলাদেশ নির্বাচন কমিশন ইঙ্গিত দিল নির্বাচন পদ্ধতিতে থাকছে না ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। ব্যালট পেপারে ফিরিয়ে আনা হতে পারে ‘না’ ভোট। বাংলাদেশ নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন বিতর্কিত ইভিএম থাকছে না।

সেই বিষয়ে চূড়ান্ত সুপারিশের ইঙ্গিত দিয়েছেন নির্বাচন সংস্কার কমিটির প্রধান ড. বদিউল আলম মজুমদার।তিনি বলেন, একটা বিষয় পরিষ্কারভাবে বলতে পারি যে ইভিএম হবে না। কারণ ইভিএম কারিগরিভাবে ত্রুটিপূর্ণ।