Bangladesh: বাংলাদেশি সাংসদ আনোয়ারুলের দেহ টুকরো করে ‘কলকাতা থেকে ট্রলি ব্যাগে পাচার’

দেহ কই? বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজীমের দেহ লোপাট রহস্য বাড়ছে। আপাতত কিছু বলতে রাজি নয় দুই দেশের সরকার। তবে ঢাকায় বাংলাদেশ (Bangladesh) পুলিশের গোয়েন্দা বিভাগের…

Anwarul Azim

দেহ কই? বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজীমের দেহ লোপাট রহস্য বাড়ছে। আপাতত কিছু বলতে রাজি নয় দুই দেশের সরকার। তবে ঢাকায় বাংলাদেশ (Bangladesh) পুলিশের গোয়েন্দা বিভাগের ইঙ্গিত,  সাংসদ আনোয়ারুল আজীমকে কলকাতার খুন করার পর তার দেহ টুকরো করা হয়। দেহাংশগুলি কয়েকটি ট্রলি ব্যাগে করে পাচার করা হয়।

আনোয়ারুল আজীম বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাংসদ। তাঁর সংসদীয় এলাকা খুলনা বিভাগের ঝিনাইদহ-৪ আসন। গত ১২ মে আনোয়ারুল আজীম চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় গেছিলেন বলে তাঁর আত্নীয়রা বলেছেন। তিনি দর্শনার- গেদে সীমান্ত  দিয়ে কলকাতায় যান। সাংসদের কন্যা মুমতারিন ফেরদৌস ঢাকায় সাংবাদিকদের বনেন বাবার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন।

   

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ জানান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বাংলাদেশের কিছু অপরাধীর হাতে নৃশংসভাবে খুন হয়েছেন।

কলকাতার সংলগ্ন নিউটাউনে যে ফ্ল্যাটে বাংলাদেশের  সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়েছে সেখানে রক্ত মিললেও মৃতদেহের সন্ধান পাওয়া যায়নি। টুকরো টুকরো লাশের সন্ধান করছে কলকাতা পুলিশ।

বাংলাদেশের পুলিশের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানাচ্ছে কলকাতার সংলগ্ন নিউটাউনে যে ফ্ল্যাটে আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়েছে সেখান থেকে ৪টি ট্রলি ব্যাগে করে টুকরো টুকরো মরদেহ লোপাট করা হয়েছে।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্তে উঠে এসেছে, কলকাতায় বন্ধুর বাড়িতে এসেছিলেন আনোয়ারুল আজীম। ডাক্তার দেখানোর জন্য তিনি বের হন। গত ১৫ তারিখ থেকে তিনি সকল প্রকার যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলেন।