Bangladesh: এবার বাংলাদেশি ইসলামি প্রচারক গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিশ

বাংলাদেশে (Bangladesh) এবার এক ইসলাম প্রচারক তথা ধর্মীয় গুরুকে গ্রেফতারের ঘটনায় আক্রান্ত পুলিশ। ওই ধর্ম প্রবক্তার নাম মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। তার বিরুদ্ধে একটি মামলার…

বাংলাদেশে (Bangladesh) এবার এক ইসলাম প্রচারক তথা ধর্মীয় গুরুকে গ্রেফতারের ঘটনায় আক্রান্ত পুলিশ। ওই ধর্ম প্রবক্তার নাম মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। তার বিরুদ্ধে একটি মামলার তদন্ত চলছে। সেই সূত্রে পুলিশ যেতেই হামলা হলো। অভিযুক্ত ধর্ম প্রচারক পলাতক। এ ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার। (Police attacked while arresting Bangladeshi Islamic preacher)

উল্লেখ্য, এক সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রে়ফতার করার পর তার ভক্তরা আদালতেই খুন করে সরকারি আইনজীবী সাইফুলকে। ওই সন্ন্যাসীর গ্রেফতারের পর থেকে বাংলাদেশে ও ভারতে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ চলেছে। দুই দেশের কূটনৈতিক সংঘাত চলছে।

   

চিন্ময়কৃষ্ণর পর এবার গিয়াস উদ্দিন তাহেরীকে গ্রেফতারের ঘটনায় গরম পরিস্থিতি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি মামলার আসামি হিসেবে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীকে গ্রেফতার করতে গিয়ে তার সমর্থকদের হামলার শিকার হয় পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। হামলাকারীরা পুলিশের তিনটি গাড়িও ভাঙচুর করে। এ ঘটনায় ওই ইসলামি প্রচারকের কয়েকজন ভক্তকে আটক করেছে পুলিশ।

ইসলামি প্রচারক পলাতক (Police attacked while arresting Bangladeshi Islamic preacher)

বিজয়নগর থানার ওসি রওশন আলী জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় সম্প্রতি আখাউড়া থানায় তাহেরীর বিরুদ্ধে মামলা হয়। তাকে গ্রেফতার করতে গেলে তিনি পালিয়ে যান। তাহেরির সমর্থকরা পুলিশ সদস্যদের ওপর হামলা করে।

পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য রাখার অভিযোগ আছে তাহেরীর বিরুদ্ধে। ওই ঘটনায় তাহেরীসহ ১৫ জনের নামে আখাউড়া থানায় মামলা করে পুলিশ।

A Bangladeshi Islamic preacher has been accused of holding a religious meeting without permission and making provocative speeches against the police. Police were attacked while trying to arrest him.