Sheikh Hasina: একাই দশ! হাসিনা ছাড়া আওয়ামী লীগ ‘অচল’

sekha hasina

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ‘সভাপতি’ পদে শেখ হাসিনা (Sheikh Hasina) ফের নির্বাচিত। এছাড়া দলটির সাধারণ সম্পাদক পদেও কোনও পরিবর্তন হলো না। পদে বহাল থাকলেন ওবায়দুল কাদের। বাংলাদেশের (Bangladesh) অভ্যন্তরীণ রাজনৈতিক পর্যালোচকরা মনে করছেন, শেখ হাসিন নেতৃত্ব না দিলে দলটি অচল হয়ে পড়বে। এই চরম সত্যটি উপলব্ধি করেই টানা দশবার হাসিনাকেই সভাপতি করা হয়েছে।

Advertisements

সত্তরোর্ধ শেখ হাসিনা একইসাথে দলের সভাপতি ও প্রধানমন্ত্রীর মতো দুটি গুরুত্বপূর্ণ পদ সামলে চলেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বাংলাদেশে পরপর তিনবার ক্ষমতায় থেকে যাওয়া দল আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সামলাতে একমাত্র শেখ হাসিনা পারেন। তিনি ছাড়া দলটির অস্তিত্ব সংকটে পড়বে।

hasina

Advertisements

শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হন শেখ হাসিনা। ১৯৮১ সালে ভারতে থাকাকালীন শেখ হাসিনা হয়েছিলেন দলটির সভাপতি। বাংলাদেশে ফেরার পর থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় কন্যা শেখ হাসিনা।

এর আগে শেখ হাসিনা ৯ বার দলটির সভাপতির দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠার পর মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪ বার এবং আবদুর রশীদ তর্কবাগীশ ৩ বার দলটির সভাপতি ছিলেন।