নিয়োগ দুর্নীতির (Recruitment corruption) জেরে পশ্চিমবঙ্গ সরগরম। তদন্তে গ্রেফতার হয়ে জেলে শাসকদলের হেভিওয়েট ও আমলারা। বিপুল টাকার লেনদেন হয়েছে। এবার বাংলাদেশের (Bangladesh) শিক্ষা দফতরের প্রতিমন্ত্রীর সই জাল করে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ উঠল। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই চাকরি দেওয়া হয়েছিল। তদন্ত চলছে।
সরকারি দ়ফতরে নিয়োগ দুর্নীতির বড়সড় চক্রের খোঁজ মিলেছে বাংলাদেশে। রংপুর বিভাগের পঞ্চগড় জেলায় বাংলাদেশের শিক্ষা প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগে জ্যোতিষ চন্দ্র রায় (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে (Rapid Action Battalion) র্যাব। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার একথা জানান স্থানীয় রংপুরে র্যাব-১৩ কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ বশির।
ধৃত জ্যোতিষ পঞ্চগড় সহ বাংলাদেশের বিভিন্ন জেলা জালিয়াতি করে সরকারি চাকরি দেওয়ার কথা বলে মোটা অংকের অর্থ হাতিয়ে নিত। দিনাজপুরের বাসিন্দা মাসুদ আলী নামে একজনকে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধাপে ৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। শিক্ষা প্রতিমন্ত্রীর স্বাক্ষর নকল করে ভুয়া নিয়োগপত্র দিয়েছিল জ্যোতিষ।
নিয়োগপত্রটি ভুয়ো বুঝতে পেরে দিনাজপুরের আদালতে প্রতারণা মামলা করেন মাসুদ আলী। সেই সূত্র ধরে অভিযান চালিয়ে অভিযুক্ত জ্যোতিষ চন্দ্রকে গ্রেফতার করা হয়।