দানার পর চলতি মাসে আরও একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, কী তার নাম?

Cyclone Alert: উপকূল লণ্ডভণ্ড করতে ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana) বৃহস্পতিবার গভীর রাতে ( ২৩-২৪ অক্টোবর) ঢুকছে। দানা আছড়ে পড়বে ওড়িশায়। এই ঘূর্ণির প্রভাবে পড়শি পশ্চিমবঙ্গের উপকূল…

Cyclone Alert: উপকূল লণ্ডভণ্ড করতে ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana) বৃহস্পতিবার গভীর রাতে ( ২৩-২৪ অক্টোবর) ঢুকছে। দানা আছড়ে পড়বে ওড়িশায়। এই ঘূর্ণির প্রভাবে পড়শি পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় আতঙ্ক। বঙ্গোপসাগরের ওপারে বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলে জলোচ্ছ্বাস হবে। বাংলাদেশের (Bangladesh) আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বরে আরও একটি (Cyclone Alert) ঘূর্ণিঝড়ের সম্ভাবনা।

নভেম্বর মাসে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে (BMD) বাংলাদেশ আবহাওয়া বিভাগ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকায় আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, নভেম্বর মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা আছে। এটি একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

   

ঘূর্ণিঝড় দানা নাম রেখেছে কাতার। এরপর যে ঝড় তৈরি হবে তার নাম তৈরি। ইংরাজি বর্ণমালার ২১টি অক্ষর ব্যবহার করে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। এতে QXYZ এই ৫টি অক্ষর বাদ দেওয়া হয়। এক বছরের জন্য পর্যায়ক্রমিকভাবে এই নামগুলো প্রস্তাব করা হয়। যদি কোনো বছর ২১টির বেশি ঘূর্ণিঝড় দেখা দেয় তবে নামগুলোর সঙ্গে গ্রিক বর্ণমালা যুক্ত করে নামকরণ করা হয়।

২০০৪ সালে বঙ্গোপসাগর ও আরব সাগর অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু হয়। ২০২০ সালে ১৬৯টি ঘূর্ণিঝড়ের নামের তালিকা তৈরি হয়। সেই তালিকা থেকেই বর্তমানে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হচ্ছে। ‘দানা’র পর যে ঝড় আসবে তার নাম হবে ‘ফেইনজাল’/ফেঙ্গেল (Fengal) এই নামটি দিয়েছে সৌদি আরব।