তিস্তা বিতর্কে মোদী-মমতাকে কড়া বার্তা দিলেন বাংলাদেশ সরকারের প্রধান ড. ইউনূস

আন্তর্জাতিক নদী তিস্তার জলবণ্টনের সমাধান চাই। এমনই বললেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস। বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা জলবণ্টন চুক্তি দীর্ঘ কয়েক দশক…

Bangladesh Interim Govt Chief Muhammad Yunus gave a strong message to India to solve the Teesta River water distribution issue.

আন্তর্জাতিক নদী তিস্তার জলবণ্টনের সমাধান চাই। এমনই বললেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস। বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা জলবণ্টন চুক্তি দীর্ঘ কয়েক দশক ধরে আটকে আছে। দেশের অভ্যন্তরে এই চাপের মুখে পড়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

Mamata Banerjee: আরজি কর কাণ্ডের জের, রাজীব কুমারের উপস্থিতিতে ‘হাইলেভেল’ বৈঠকের ডাক মমতার

   

গণবিক্ষোভে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। তিনি ভারতে আশ্রিত। বিবিসি’র খবর, হাসিনার সময় একাধিকবার ভারত সরকারের সঙ্গে তিস্তার জলবণ্টন নিয়ে চুক্তি বাস্তবায়িত হবার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আপত্তিতে সেই চুক্তি থমকে থেকেছে। ভারতে গত ইউপিএ জমামার প্রধামনমন্ত্রী ড. মনমোহন সিং ও বর্তমান এনডিএ জমানার নরেন্দ্র মোদীর অনুরোধেও তিস্তা জলণ্টনের জন্য রাজি হননি মমতা।

উল্লেখ্য, তিস্তা নদী সিকিম থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবাহিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি তিস্তা নদীর গতিপথে থাকা পশ্চিমবঙ্গের জেনাগুলোতে শুকনো মরশুমে জল থাকেই না। তখন পড়শি দেশে জল দেওয়া সম্ভব নয়। আর বাংলাদেশ সরকারের দাবি, আন্তর্জাতিক আইন মেনে সারা বছর তিস্তা নদীর জল সুষ্ঠু বণ্টণ করতেই হবে। এর আগে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট জমানায় গঙ্গা জলবণ্টন চুক্তি সম্পন্ন হয়েছে।

কংগ্রেসে যোগ দিচ্ছেন দুই কুস্তিগীর, তালিকায় রয়েছেন ভিনেশ ফোগাত!

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সাথে তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে মতপার্থক্য নিরসনের উপায় খুঁজে বের করবে। বছরের পর বছর এই চুক্তিকে বিলম্বিত করা কোনও দেশের স্বার্থেই ভালো নয়।

ভারতের সংবাদ সংস্থা PTI কে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস তিস্তার জলবণ্টন সমস্যার সমাধান হতে হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন। এই সাক্ষাৎকারে তিনি বলেন,দুই দেশের মধ্যে জলবণ্টন সমস্যাটি অবশ্যই আন্তর্জাতিক নিয়ম অনুসারে সমাধান করা উচিত। বাংলাদেশের মত নদীর নিম্নগতির অঞ্চলের নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে। সেই অধিকার বাংলাদেশ বজায় রাখতে চায়।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, এই ইস্যুটি নিয়ে বসে থেকে এটি কারও কোনও উদ্দেশ্য সাধন করছে না। আমি যদি জানি আমি কতটা জল পাব, আমি যদি খুশি না হয়েও স্বাক্ষর করি তারপরও এটি ভালো হবে। এই সমস্যার সমাধান করতে হবে।

ইন্ডি জোটের অন্দরে ফের ফাটল, আপের বিধায়ক যোগ দিলেন কংগ্রেসে!

অন্তর্বর্তীকালীন সরকার তিস্তার জলবণ্টন চুক্তির সমস্যা দ্রুত সমাধানের জন্য ভারতকে চাপ দেবে কিনা প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, পুশ বা চাপ একটি বড় শব্দ। আমি এটি বলছি না। তবে আমরা বিষয়টি নিয়ে কাজ করব। আমাদের একসাথে বসে এটি সমাধান করতে হবে।