ভারতে যেন হাসিনা চুপ থাকেন, নইলে বাংলাদেশে ফিরিয়ে… মোদীকে কড়া বার্তা ড. ইউনূসের

বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের মাঝে ‘কাঁটা’ শেখ হাসিনা (Sheikh Hasina) এমনই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশ (Bangladesh) থেকে ক্ষমতাচ্যুত হাসিনা এক মাসের বেশি সময়…

বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের মাঝে ‘কাঁটা’ শেখ হাসিনা (Sheikh Hasina) এমনই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশ (Bangladesh) থেকে ক্ষমতাচ্যুত হাসিনা এক মাসের বেশি সময় ধরে ভারতে আশ্রিত। গত ৫ আগস্ট গণবিক্ষোভে হাসিনার জমানা শেষ হয়ে গেছে। তাঁকে গণহত্যাকারী চিহ্নিত করে বিচার ও মৃত্যুদন্ডের দাবি জোরালো হয়ে উঠেছে বাংলাদেশে। এবার হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের মোদী সরকারের প্রতি কড়া বার্তা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী (Muhammad Yunus) ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, হাসিনাকে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করতে হবে। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এই মন্তব্য করেন। তিনি বলেছেন, , ‘‘শেখ হাসিনা ভারতে অবস্থান করায় কেউই স্বাচ্ছন্দ্যবোধ করে না। কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকেই মাঝে মাঝে কথা বলছেন। এটা সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন, তাহলে আমরা ভুলে যেতাম। মানুষও এটা ভুলে যেত, যদি তিনি নিজের জগতেই থাকতেন। কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক-নির্দেশ দিচ্ছেন, কেউই এটা পছন্দ করছে না।’’ সাক্ষাৎকারে ড. ইউনূস পিটিআইকে বলেন, ‘‘এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয়।”

   

ইউনূস বলেন, বাংলাদেশের জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায়বিচারের জন্যই তাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। তিনি বলেছেন, ‘‘হ্যাঁ, তাকে ফিরিয়ে আনতে হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। শেখ হাসিনা যে ধরনের নৃশংসতা করেছেন, তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে।’’

শান্তিতে নোবেল বিজয়ী ৮৪ বছর বয়সী এই অর্থনীতিবিদ ভারত ও বাংলাদেশের বর্তমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের উন্নতির জন্য উভয় দেশের একসাথে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। ভারতের সংবাদ সংস্থা PTI কে ড. ইউনূস জানান, ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে বসে দেশ সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য-বিবৃতিকে অবন্ধুসুলভ আচরণ

তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধ না করা পর্যন্ত ভারত যদি তাকে নিজের দেশে রাখতে চায়, তাহলে তাকে (হাসিনাকে) আরও মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।