বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস (ইসকন থেকে বহিষ্কৃত) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় জেলে। তার মুক্তি চেয়ে বাংলাদেশ দূতাবাসে হামলা হয়েছে ভারতে। আগরতলায় হিন্দুত্ববাদীদের সেই হামলার জেরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক সংঘাত তীব্র। তবে হামলার পরেই দু:খ প্রকাশ করে ভারত। এরকমই গরম কূটনৈতিক সংঘাত আবহের মাঝে সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সফরে ভারতের বিদেশ সচিব। (Bangladesh Hindu leader arrest)
মহ:জসীমউদ্দিনের সঙ্গে বৈঠক Bangladesh Hindu leader arrest
বাংলাদেশের বিদেশ সচিব মহ:জসীমউদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের বিঘ্ন সচিব বিক্রম মিশ্রি। সোমবার সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন তিনি।
গণবিক্ষোভে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হবে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক। তবে বাংলাদেশ তৈরির পাঁচ দশক পর এই প্রথম ভারতের সঙ্গে তীব্র কূটনৈতিক দ্বন্দ্ব চলছে।
বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর Bangladesh Hindu leader arrest
ভারতের বিদেশ সচিব হিসেবে এটি হবে বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর। খসড়া সূচি অনুযায়ী তিনি বাংলাদেশের বিদেশ সচিব জসীমউদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসার আগে একান্তে একটি বৈঠক করবেন।
সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে ভারতের বিদেশ সচিব যোগ দেবেন মধ্যাহ্নভোজে। এরপর তিনি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা মহ: তৌহিদ হোসেন এবং সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সোমবার (৯ ডিসেম্বর) রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।
কূটনৈতিক গরম হাওয়া শীতল হবে Bangladesh Hindu leader arrest
ভারতের বিদেশ সচিবের একান্ত বৈঠকেই কূটনৈতিক গরম হাওয়া শীতল হবে? ঢাকা ও নয়াদিল্লির কূটনীতিকদের মধ্যে এই আলোচনা চলছে। কারণ দুটি দেশের অভ্যন্তরেই দুই দেশের বিরুদ্ধে ক্ষোভ তীব্রতর।
বিজেপি শাসিত ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের দূতাবাসে হামলার পরই ঢাকায নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে ডেকে কড়া বার্তা দেয় ইউনূস সরকার। ভারতের রাষ্ট্রদূত বলেছিলেন বন্ধুত্ব বজায় থাকবে। আর বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের অভিযোগ, পড়শি দেশের সংবাদ মাধ্যমে উস্কানিমূলক প্রচারের বিষয়টি আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরা হবে।
দুই দেশের সম্পর্কে টানাপোড়েন
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালানোর পর থেকে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। সেপ্টেম্বরে সীমান্তে দুইজন হত্যার বিষয়ে দিল্লিকে কড়া ভাষায় প্রতিবাদ জানায় ঢাকা। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ভারতের অবস্থানেরকড়া প্রতিবাদ জানায় মুহাম্মদ ইউনূসের সরকার।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, বৈঠকে অপপ্রচার বন্ধ আর একটি দলের ওপর নির্ভরশীলতা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর এমন বার্তাই বাংলাদেশের তরফে যাবে ভারতের কাছে।
Bangladesh: Chinmoy Krishna Das, spokesperson for Bangladesh’s Hindu coalition, jailed on sedition charges. Following embassy attack in Agartala, diplomatic tensions rise between Dhaka and New Delhi. Indian Foreign Secretary visits Bangladesh amidst the crisis.