বাংলাদেশ হিন্দু খুনে গ্রেফতার ৭

bangladesh-hindu-killing-seven-arrested-mymensingh-bhaluka

ঢাকা: ময়মনসিংহের ভালুকায় এক নৃশংস ঘটনায় (Bangladesh Hindu killing)সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত ১৮ ডিসেম্বর রাতে এই ভয়াবহ ঘটনা ঘটে উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায়, পাইওনিয়ার নিটওয়্যারস কারখানার সামনে।

অভিযোগ উঠেছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে উত্তেজিত জনতা দিপুকে গণপিটুনি দেয়। প্রথমে কারখানার ভেতরে মারধর শুরু হয়, পরে বাইরে নিয়ে গিয়ে গাছে ঝুলিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় এবং শেষে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

   

তোশাখানা-২ মামলায় ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের জেল

নিহত দিপু চন্দ্র দাস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাসের ছেলে। প্রায় দুই-তিন বছর ধরে তিনি ভালুকার ওই পোশাক কারখানায় লিংকিং সেকশনে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং এলাকায় ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় ধর্মীয় কটূক্তির অভিযোগ ওঠে।

বিষয়টি ছড়িয়ে পড়তেই কারখানার ভেতরে মারধর শুরু হয়। কর্তৃপক্ষ তাকে বের করে দিলে বাইরে উত্তেজিত জনতা তাকে ধরে নির্মমভাবে পেটায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের ছোট ভাই অপু বা তপু চন্দ্র দাস অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনার পরদিনই র‍্যাব-১৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাত সন্দেহভাজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) এবং মো. মিরাজ হোসেন আকন (৪৬)। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই গ্রেফতারের কথা জানান এবং বলেন, “নতুন বাংলাদেশে এমন হিংসার কোনও স্থান নেই। দোষীদের কোনও ছাড় দেওয়া হবে না।” সরকারের প্রেস উইং থেকেও একই বার্তা দেওয়া হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন