Bangladesh: দেশত্যাগী হাসিনার বাসভবন ‘স্বৈরাচারী শাসন’ স্মৃতি জাদুঘর হবে

বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রীর সরকারী আবাস ‘গণভবন’ লুট করার ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল গত ৫ আগস্ট। সেই দিনই রক্তাক্ত গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা (Sheikh Hasina) তাঁর…

Sheikh Hasina's residence Ganabhaban

বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রীর সরকারী আবাস ‘গণভবন’ লুট করার ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল গত ৫ আগস্ট। সেই দিনই রক্তাক্ত গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা (Sheikh Hasina) তাঁর সরকারি আবাস ছেড়েছিলেন হেলিকপ্টারে। তিনি ভারতে আশ্রিত। বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার এবার সিদ্ধান্ত নিল ‘গণভবন’ (Ganabhaban) কে জাদুঘর বানানোর।

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা চালিয়ে তাঁর ফাঁসির দাবি জোরালো হচ্ছে বাংলাদেশে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তে উপস্থিত থাকবেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা।

   

বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্প‌তিবার (৫ সে‌প্টেস্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের (কেবিনেট) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত, ‘গণঅভ্যুত্থানের সময় গণভবন যেমন ছিল তেমন রেখে স্মৃতি জাদুঘর করা হবে।’

গত ৫ আগস্ট গোটা দুনিয়ার নজর ছিল ঢাকার উপর। ওই দিন ছাত্র-জনতার বিক্ষোভে বাংলাদেশে টানা চার বার ক্ষমতা দখল করা শেখ হাসিনার জমানার পতন হয়। পদত্যাগ করে ‘গণভবন’ ত্যাগ করে শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার বিক্ষোভকারী সেই ভবনে ঢুকে লুট শুরু করে।

একনজরে গণভবন
(১) গণভবন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসস্থান হিসেবে চিহ্নিত। রাষ্ট্রপতির আবাস বঙ্গভবন।
(২) বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা থাকতেন গণভবনে। এর আগে কোনও প্রধানমন্ত্রী এই বাসভবনে থাকেননি।
(৩) শেখ হাসিনার পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে গণভবনের নির্মাণ করান। তিনি সেখানে অফিস শুরু করেন।
(৪) মুজিবুর রহমান বাস করতেন ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে। ধানমন্ডির বাড়িতে ১৯৭৫ সালে বিদ্রোহী সেনা অফিসারদের গুলিতে স্ত্রী ও পূত্রসহ মুজিবুর রহমান নিহত হন।