বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। কেন্দ্রে চট্টগ্রাম বন্দর। দেশের কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বন্দরটি নাকি তুলে দেওয়া হচ্ছে বিদেশি সংস্থার হাতে—এই অভিযোগে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে।
চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃৎপিণ্ড
আঙ্গুল উঠছে সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের দিকেই। গত ১৪ মে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে গিয়ে তিনি বলেছিলেন, “চট্টগ্রাম বন্দর আমাদের অর্থনীতির হৃৎপিণ্ড। এটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতির রূপই বদলে যাবে।” ঠিক এই মন্তব্যের পর থেকেই শুরু হয় গুঞ্জন—বন্দর পরিচালনার দায়িত্ব কি তবে বিদেশি কোনও কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে?
সূত্রের খবর, ‘ডিপি ওয়ার্ল্ড’ নামের একটি দুবাইভিত্তিক কোম্পানির সঙ্গে ইতিমধ্যেই চুক্তির প্রক্রিয়া অনেকদূর এগিয়ে গিয়েছে। নিউমুরিং কনটেইনার টার্মিনাল—যা বন্দরের সবচেয়ে লাভজনক অংশ—তার পরিচালনার ভার দেওয়া হতে পারে এই সংস্থাকেই।
বিভিন্ন জায়গায় বিক্ষোভ, মশাল মিছিল Bangladesh Foreign Port Deal
যদিও সরকার এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেনি, তবে দেশের রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের একাংশ এরইমধ্যে ক্ষোভে ফেটে পড়েছেন। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, মশাল মিছিল চলছে। বিক্ষোভকারীদের সাফ কথা, অন্তর্বর্তী সরকার কোনওভাবেই জাতীয় সম্পদ নিয়ে এমন বড় সিদ্ধান্ত নিতে পারে না। “এই সিদ্ধান্ত একমাত্র নির্বাচিত সরকারের নেওয়ার কথা,” বলছেন আন্দোলনকারীরা।
ডিপি ওয়ার্ল্ড-এর অতীত রেকর্ড নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। মনে করিয়ে দেওয়া হচ্ছে, ২০০৬ সালে আমেরিকা এই সংস্থাকে তাদের টার্মিনাল পরিচালনার অনুমতি দেয়নি নিরাপত্তার কারণ দেখিয়ে। সেই সংস্থাকে বাংলাদেশ কীভাবে দেশের সবচেয়ে স্পর্শকাতর বন্দর পরিচালনার দায়িত্ব দিতে চাইছে—সেটা নিয়েই উঠছে প্রশ্ন।
নিরাপত্তার প্রশ্নেও অত্যন্ত সংবেদনশীল
বিশেষজ্ঞদের মতে, বিষয়টি শুধু অর্থনৈতিক নয়, বরং দেশের সার্বভৌমত্ব, কূটনৈতিক সম্পর্ক এবং নিরাপত্তার প্রশ্নেও অত্যন্ত সংবেদনশীল।
এই মুহূর্তে সরকারের তরফে একটি পরিষ্কার অবস্থান জরুরি। না হলে চট্টগ্রাম বন্দর ঘিরে বিতর্ক আরও জটিল রূপ নিতে পারে—সেই আশঙ্কাই করছেন বিশ্লেষকরা।
Bangladesh: Bangladesh’s interim government, led by Muhammad Yunus, faces fierce backlash over alleged plans to hand strategic Chittagong Port’s operation to a foreign company, DP World. Protests erupt nationwide, demanding the decision be deferred to an elected government, fueling a major political controversy.