Bangladesh: ভয়াবহ বিস্ফোরণ চট্টগ্রামে, কমপক্ষে ১৬ জন নিহত জখম শতাধিক:

রাতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। আর সকালে সেই বিস্ফোরণের পর পরিস্থিতি কতটা খারাপ তা বুঝতে পারছে (Bangladesh) বাংলাদেশ সরকার। চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রবল আতঙ্ক। Advertisements শনিবার রাত্রির…

রাতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। আর সকালে সেই বিস্ফোরণের পর পরিস্থিতি কতটা খারাপ তা বুঝতে পারছে (Bangladesh) বাংলাদেশ সরকার। চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রবল আতঙ্ক।

Advertisements

শনিবার রাত্রির চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে একটি কন্টেনার ডিপোতে বিস্ফোরণ হয়। রবিবার সকাল পর্যন্ত ১৬টি দেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৪জন দমকল কর্মী। দুর্ঘটনায় দেড়শোর বেশি জখম ও দগ্ধ। এদের বেশিরভাগ শ্রমিক, পুলিশ ও দমকলকর্মী। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সবাই চিকিৎসাধীন।

   

সীতাকুন্ডের ওই ডিপোতে ৫০ হাজারের বেশি কন্টেনার রয়েছে। কেমিক্যাল কন্টেনার থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার পর কন্টেনারগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে। ঘটনাস্থল থেকে তিন চার দূরের কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। চট্টগ্রামের দমকল বিভাগ আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।