Bangladesh News: খুব সহজেই এবার বাংলাদেশে পাকিস্তানিরা! শিথিল ভিসার নিয়ম, ISI প্রবেশে উৎসাহ?

ঢাকা: গণঅভ্যুত্থানের জোয়ারে গদিচ্যুত শেখ হাসিনা৷ আওয়ামি সরকারের পতনের সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি৷ মথাচাড়া দেয় কট্টর মৌলবাদীরা৷ তাদের প্রচ্ছন্নে প্রশ্রয় দিয়ে…

ঢাকা: গণঅভ্যুত্থানের জোয়ারে গদিচ্যুত শেখ হাসিনা৷ আওয়ামি সরকারের পতনের সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি৷ মথাচাড়া দেয় কট্টর মৌলবাদীরা৷ তাদের প্রচ্ছন্নে প্রশ্রয় দিয়ে চলেছে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার৷ এবার পাকিস্তানের নাগরিকদের সহজে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিল বাংলাদেশ৷ তুলে দেওয়া হয়েছে নিরাপত্তা যাচাইয়ের একাধিক শর্ত৷ যা খুবই বিরল৷ বিশেষ পরিস্থিতি ছাড়া দুই দেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে এই শিথিলতা দেখা যায় না৷ 

ISI-এর প্রবেশের পথ প্রশস্থ?

ইউনূস সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই বাংলাদেশে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI)-এর প্রবেশের পথ অনেকটাই সহজ হয়ে গেল৷ তেমনটাই আশঙ্কা আন্তর্জাতিক মহলের। এই পদক্ষেপের মধ্যে দিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কৌশলগত এবং আদর্শগত সম্পর্ক আরও দৃঢ় হবে বলেই অনুমান। যা নিশ্চিত ভাবেই ভারতের জন্য মাথাব্যথার কারণ৷

   

বাংলাদেশ আবারও পূর্ব পাকিস্তানে পরিণত হবে

ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা ও কৌশলগত বিশেষজ্ঞ কর্নেল অজয় রায়না (অবসরপ্রাপ্ত) বলেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের মাধ্যমে বাংলাদেশে শাসন ব্যবস্থার পরিবর্তন এসেছে৷ এই বিষয়টি এখন জলের মতোই স্বচ্ছ৷ যেখানে মূল ভূমিকায় ছিল পাকিস্তানের আইএসআই৷ বাংলাদেশের জেলবন্দি সন্ত্রাসবাদীদের মুক্তি দিয়ে শাসন ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়েছে।’’ তবে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই বলেই তাঁর অভিমত৷ কর্নেল অজয় রায়নার কথায়, এই পরিকল্পনা সফল হলে খুব শীঘ্রই বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তানে পরিণত হবে৷ তবে মজার বিষয় হল, এই দুটি দেশ যদি একসঙ্গে ডোবে তাহলে ভারতের কোনও মাথাব্যথাই থাকবে না৷ 

পাকিস্তানিদের জন্য বাংলাদেশ ভিসার নিয়মে বদল আনলেও, দেশের নাগরিকদের বিদেশ ভ্রমণে মোটেও উৎসাহ দিতে নারাজ ইউনূস প্রশাসন। সরকারি কর্মীদের বিদেশ ভ্রমণের পরিকল্পনা থাকলে, আগে থেকেই বছরের সম্ভাব্য বিদেশ ভ্রমণের তালিকা জমা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে৷