Bangladesh: ভারতীয় দূতাবাস অভিমুখে বিপুল বিক্ষোভ মিছিল, পথ আটকে তৈরি ঢাকার পুলিশ

‘আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের (Bangladesh) জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র’-এর প্রতিবাদ জানিয়ে ভারতীয় দূতাবাস (High Commission of India Dhaka) অভিযানে…

Bangladesh: 'Fear of Chinmay Prabhu's Death' - Lawyer Rabindra Ghosh Leaves Dhaka Amid Concerns

‘আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের (Bangladesh) জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র’-এর প্রতিবাদ জানিয়ে ভারতীয় দূতাবাস (High Commission of India Dhaka) অভিযানে তীব্র উত্তেজনা। বিক্ষোভকারীদের সামনে অবস্থান নেয় ঢাকার পুলিশ। বিক্ষোভের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে রবিবার (৮ ডিসেম্বর) ঢাকার ভারতীয় দূতাবাসে স্মারকলিপি জমা দেবে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর শাখা সংগঠন  যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। তাদের দাবি,  পদযাত্রা করে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়া হবে। পদযাত্রায় বিএনপির হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন। (huge protest march towards the Indian High Commission)

   

তবে ভারতীয় দূতাবাসের নিরাপত্তায় ঢাকার পুলিশ বিশেষ সতর্ক। ঢাকার সংবাদ মাধ্যম জানাচ্ছে, আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশনে হিন্দুত্ববাদীদের হামলা হয়েছিল। এর জেরে বাংলাদেশের সর্বত্র চলছে প্রতিবাদ। তবে আগরতলার ঘটনার পর ঢাকা ও চট্টগ্রামে থাকা ভারতের দূতাবাসে নিরাপত্তা আরও বেড়েছে। ভারতীয় কূটনীতিকরা আক্রান্ত হননি।

ভারতে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ ও বাংলাদেশের দূতাবাসে হামলা:
বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কৃষ্ণ দাস নামে এক বহিষ্কৃত ইসকন সন্ন্যাসীর গ্রেফতার ও তার মুক্তির দাবিতে বিক্ষোভ চলাকালীন চট্টগ্রাম আদালতে সরকারি আইনজীবীকে খুন করা হয়। বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার আন্দোলন থেকে সেখানকার হিন্দুরা আক্রান্ত বলে অভিযোগ। এর জেরে ভারতে চলছে বিভিন্ন হিন্দু সংগঠনের ক্ষোভ মিছিল।

কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভে দেশটির পতাকায় আগুন ধরানো হয়। এরপর থেকে বাংলাদেশে শুরু হয় ভারতের জাতীয় পতাকার অবমাননা। বিজেপি শাসিত ত্রিপুরায় হিন্দুত্ববাদীদের বিক্ষোভ থেকে সরাসরি বাংলাদেশের দূতবাসেই হামলা হয়েছিল। যদিও হামলার পরেই ভারতের বিদেশমন্ত্রক দু:খ প্রকাশ করেছে।

The Bangladesh Deputy High Commission was attacked directly from the protest of Hindutva activists in BJP-ruled Tripura. However, the Indian Ministry of External Affairs expressed regret after the attack. Due to this, a protest was held in front of the Indian High Commission in the capital of Bangladesh, Dhaka.