Bangladesh: দু দিনে দু’বার বিস্ফোরণ ঢাকায়, গুলিস্তানে হাহাকার

মঙ্গলবার ঐতিহাসিক ৭ মার্চের দিন গুলিস্তানের বিস্ফোরণ নিয়েই সন্দেহ। এই দিনেই পাক শাসন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার যুদ্ধের আব্বান করেছিলেন বাংলাদেশের জাতির জনক মুজিবুর রহমান।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সাত তলা ভবনের নিচতলায় একটি স্যানিটারি দোকান। তার ওপরের কয়েক তলায় ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত।

বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার (Dhaka) অতি গুরুত্বপূর্ণ গুলিস্তান মোড়। মঙ্গলবার এখানকার একটি বহুতলে প্রবল বিস্ফোরণ ঘটে। রবিবারও ঢাকাতে বিস্ফোরণ হয়েছিল সায়েন্স ল্যাব মোড়ের একটি ভবনে। দুদিনের মাথায় ফের বিস্ফোরণে সন্ত্রস্ত ঢাকাবাসী।

dhaka

   

গুলিস্তানের বিস্ফোরণের তীব্রতা এতটাই যে নিচে সড়কের উপর বাসের জানালার কাঁচ ফেটে গেছে। গুলিস্তানের এই বিস্ফোরণের পর শুরু হয়েছে উদ্ধার কাজ। রক্তাক্ত ও অর্ধদগ্ধ দেহ বের করা হচ্ছে। হতাহতের সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা দমকল বাহিনীর।গুলিস্তানে বিআরটিসি বাস স্ট্যান্ডের পাশে একটি ভবনে হয়েছে বিস্ফোরণ। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, সাত তলা ভবনের নিচতলায় একটি স্যানিটারি দোকান। তার ওপরের কয়েক তলায় ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত।

ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা গুলিস্তান। বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে  নর্থ সাউথ রোডের সুরিটোলা স্কুলের কাছাকাছি ভবনটির দ্বিতীয় তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ভবনের নিচতলায় একটি স্যানিটারি দোকান। তার ওপরের কয়েক তলায় ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছ। ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে।

dhaka2

রবিবার সায়েন্স ল্যাব মোড়ের শিরিন ম্যানসনের তিন তলায় একটি অফিসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। ৩০-৩৫ জন জখম হন। তদন্তে উঠে আসে এসি বিস্ফোরণ হয়েছিল। আর মঙ্গলবার গুলিস্তানে বিস্ফোরণের কারণ কি নাশকতা? নাকি কোনও অন্য কারণ স্পষ্ট নয়।

ঐতিহাসিক ৭ মার্চের দিন বিস্ফোরণ নিয়েই সন্দেহ। এই দিনেই পাক শাসন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার যুদ্ধের আব্বান করেছিলেন বাংলাদেশের জাতির জনক মুজিবুর রহমান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন