Bangladesh Curriculum Changes
বাংলাদেশের (Bangladesh) প্রাথমিক শিক্ষা পাঠক্রমে আরো বেশি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্তর্ভুক্তি হল। কাজী নজরুল ইসলামের জীবনীও স্থান পেল। তবে সম্পূর্ণ বাতিল হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা। তীব্র আওয়ামী লীগ বিরোধী অবস্থান থেকেই মুজিবুর ছাঁটাই হয়েছেন বলেই মনে করা হচ্ছে। অভিযোগ, শেখ হাসিনা তার পনের বছরের শাসনে নিজের পিতা নাম ও জীবনী এবং পরিবারের সদস্যদের কথা পাঠক্রমে চাপিয়ে দিয়েছিলেন। (Bangladesh Curriculum Changes)
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা Bangladesh Curriculum Changes
গত ৫ আগস্ট রক্তাক্ত গণবিক্ষোভে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। তাঁর পিতা মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের প্রধান নেতা। তবে মুজিব ও হাসিনার শাসনকে স্বৈরাচার চিহ্নিত করেছে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ক্ষমতায় আসার পর শুরু হয়েছে বাংলাদেশ থেকে মুজিব নাম মুছে ফেলার প্রক্রিয়া। প্রাথমিক পাঠক্রমে সেই প্রভাব পড়েছে।
বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে,প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন আসছে। সংযোজিত বিষয়গুলি হল-
(১) দ্বিতীয় শ্রেণির বাংলা বইয়ে সংযেজিত হচ্ছে কাজী নজরুল ইসলামের ওপর লেখা ‘দুখু মিয়ার জীবন’। নজরুল বাংলাদেশের জাতীয় কবি।
(২) তৃতীয় শ্রেণির বইয়ে নতুন করে সংযোজন করা হচ্ছে ‘ঘাসফড়িং ও পিঁপড়ার গল্প’ এবং ‘রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা’। রবীন্দ্রনাথ বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচয়িতা।
(৩) চতুর্থ শ্রেণিতে যোগ হচ্ছে রজনীকান্ত সেনের ‘স্বাধীনতার সুখ’।
মুছে দেওয়া হচ্ছে মুজিবুর রহমানের নাম Bangladesh Curriculum Changes
প্রাথমিকের বিভিন্ন শ্রেণির পাঠক্রমে একেবারেই মুছে দেওয়া হচ্ছে মুজিবুর রহমানের নাম। বাদ যাচ্ছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গদ্য ‘সেই সাহসী ছেলে’। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ে ‘আমাদের জাতির পিতা’ বাদ দেওয়া হচ্ছে। ইংরেজি বইয়ের শেষ অধ্যায়ে লেখা গদ্য ‘অ্যা ওয়ান্ডারফুল বয়’ বাদ যাচ্ছে। এতে শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের জীবনী স্থাপন পেয়েছিল।
শেখ মুজিবুর রহমানকে নিয়ে তিনটি গদ্য, একটি পদ্য ও একটি জীবনী বাদ দেওয়া হচ্ছে। তৃতীয় শ্রেণির একটি বই থেকে শেখ মুজিবুর রহমানের জীবনী বাদ পড়েছে। মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলকে নিয়ে লেখা ইংরেজি গদ্যও বাদ দেওয়া হচ্ছে।
বাড়ছে বাদের তালিকা Bangladesh Curriculum Changes
চতুর্থ শ্রেণির বাংলা বই থেকে বাদ যাচ্ছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ‘বাংলার খোকা’ এবং নির্মলেন্দু গুণের লেখা কবিতা ‘মুজিব মানে মুক্তি’। যোগ হচ্ছে রজনীকান্ত সেনের কবিতা। বাদ পড়ছে ‘মোবাইল ফোন’ নামে গদ্য। যুক্ত হচ্ছে ‘বই পড়তে অনেক মজা’।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন, আগামী বছরের বইতে অতিবন্দনা, অতিকথন বাদ দেওয়া হয়েছে। সে কারণে বইতে কিছু পরিবর্তন এসেছে। যাদের অবদান বই থেকে বাদ দেওয়া হয়েছিল, এমন অনেকের তথ্য যুক্ত হচ্ছে। বয়স উপযোগী করে অনেক লেখা সহজবোধ্য করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে নতুন পরিস্থিতিতে এগুলো যোগ করা হয়েছে। বইয়ের পেছনের পৃষ্ঠায় জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি যুক্ত করা হচ্ছে।
তিনি জানান, বিনামূল্যে বিতরণের জন্য এবার মোট পাঠ্যবইয়ের সংখ্যা ৪০ কোটির বেশি। পুরোনো শিক্ষাক্রমে বই বেশি হওয়ায় এবার মোট বইয়ের সংখ্যা বেড়েছে। আগামী জানুয়ারি থেকে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে বিনামূল্যের এসব পাঠ্যবই হাতে পাবে শিক্ষার্থীরা।
Bangladesh: Bangladesh’s primary education curriculum now includes more works by Rabindranath Tagore and Kazi Nazrul Islam, while Sheikh Mujibur Rahman’s writings are removed. This change follows Sheikh Hasina’s ousting amid anti-Awami League sentiment