বাংলাদেশে রাষ্ট্রপতি হটাও বিক্ষোভে গুলি চলল, একাধিক ছাত্র গুলিবিদ্ধ

বিস্ফোরণের পর গুলি চলল বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের সামনে। গুলিবিদ্ধ কয়েকজন বিক্ষোভকারী বলে জানা যাচ্ছে। তীব্র উত্তেজনা (Bangladesh Crisis) ঢাকায়। রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের বিরুদ্ধে…

Bangladesh_Army

বিস্ফোরণের পর গুলি চলল বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের সামনে। গুলিবিদ্ধ কয়েকজন বিক্ষোভকারী বলে জানা যাচ্ছে। তীব্র উত্তেজনা (Bangladesh Crisis) ঢাকায়।

রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে হাজার হাজার জনতার ঘেরাও চলছে। ঘোরাটোপে রাষ্ট্রপতি। তাঁকে পদচ্যুত করতে হবে এমনই দাবিতে চলছে বিক্ষোভ। বঙ্গভবন ঘিরে রাখা সেনা ও পুলিশের নিরাপত্তা বলয় ভেঙে যেতে পারে এমনই আশঙ্কা।

   

বাংলাদেশের রাষ্ট্রপতিকে অপসারিত করার পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। তাঁকে বৃহস্পতিবারের মধ্যে পদচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। 

বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের দাবি, গুলিবিদ্ধ হয়েছেন দুই ছাত্র। এছাড়া একজন সাউন্ড গ্রেনেডে আহত হয়েছেন। বিক্ষোভকারীদের হটাতে পুলিশ ওই গ্রেনেড ছুঁড়েছিল বলে অভিযোগ। আহতদের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গুলিবিদ্ধরা হলেন- ফয়সাল আহম্মেদ বিশাল ও শফিকুল ইসলাম (৪৫)। সাউন্ড গ্রেনেডে আহত তরুণের নাম আরিফ (২০)।

অভিযোগ রাষ্ট্রপতি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার জন্য কাজ করছেন। তিনি বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে চান। এই কারণে তিনি বলেছেন শেখ হাসিনার পদত্যাগের কোনও নথিভুক্ত প্রমাণ নেই। রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকার।

বিক্ষোভের কারণ, সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি দাবি করেন, দেশত্যাগের আগে শেখ হাসিনা তাঁর পদত্যাগ পত্র দিয়ে যাননি। রাষ্ট্রপতি বলেছিলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা যে ইস্তফা দিয়েছেন সেরকম কোনও লিখিত প্রমাণ নেই।

গত ৫ আগস্ট সরকার বিরোধী রক্তাক্ত গণবিক্ষোভের জেরে বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে গেছেন শেখ হাসিনা। তিনি দেশত্যাগ করার পরেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’ লুট করেছিল বিক্ষোভকারীরা। এবার বিক্ষোভকারীদের ঘেরাটোপে রাষ্ট্রপতির বাসভবন ‘বঙ্গভবন’।

বিক্ষোভকারীদের অভিযোগ, ক্ষমতাচ্যুত ‘স্বৈরাচারী’ শেখ হাসিনাকে ফের বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র চালাচ্ছেন রাষ্ট্রপতি। তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ। শেখ হাসিনা যে পদত্যাগপত্র দাখিল করেছিলেন সেটি আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি।

বিবিসি জানাচ্ছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পর গত ৮ আগস্ট নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের ক্ষমতায় এসেছে অন্তর্বর্তী সরকার। এই সরকারকে শপথ গ্রহণ করান রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। তাঁর নির্দেশে সর্বশেষ নির্বাচিত জাতীয় সংসদ ভেঙে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে।