এ যাত্রায় আর জেলে যেতে হল না বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে। অভিযোগ,মদ খেয়ে মাতাল হয়ে এক প্রভাবশালী ব্যবসায়ীকে কাঁচের গ্লাস ছুঁড়ে মেরেছিলেন অভিনেত্রী (Porimoni) পরীমণি। এরপর তার বিরুদ্ধে যে খুনের চেষ্টা মামলা চলছে, সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর সোমবার (২৭ জানুয়ারি) তিনি ঢাকার আদালতে হাজিরা দেন। বিচারক জামিন মঞ্জুর করেছেন। মাদক পাচার মামলায় আগেই জেল খেটেছেন। বাংলাদেশের প্রথম জেল খাটা আসামী হিসেবে চিহ্নিত পরীমণি। (bangladesh court grants bail to Porimoni)
পরীমণির গ্রেফতারির খবরে সরগরম ছিল ঢালিউড ও টলিউড
পরীমণির ফের জেল হতে পারে এমন সংবাদে ঢালিউড ও টলিউড ছিল সরগরম। তিনি দুই সিনেপাড়ায় জনপ্রিয়। গতবছর (২০২৪) রক্তাক্ত গণবিক্ষোভে বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। তিনি ভারতে আশ্রিত। এরপর থেকে ঢাকা-নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক সংঘাত চলছে। সম্প্রতি পরীমণি অভিনীত টলিউডের ছবি ‘ফেলুবক্সী’ মুক্তি পেয়েছে। কূটনৈতিক জটিলতায় পরীমণি কলকাতায় আসতে পারেননি। লিখেছিলেন ডানা কাটা পরী আমি উড়ে যেতে পারিনা।
এমন পরিস্থিতির মাঝে ২০২১ সালে ঢাকার অভিজাত বোট ক্লাবে বাংলাদেশি রাজনীতিক- ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টার মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযোগকারী ব্যবসায়ীর বিরুদ্ধেও ধর্ষণ চেষ্টার মামলা করেন পরীমণি। দুজনেই জেলে ছিলেন।মামলা চলাকালীন মাদক পাচার মামলায় জেলে গেছিলেন পরীমণি।
পরীমণি অশ্লীল অঙ্গভঙ্গি করেন
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ মামলার অভিযোগপত্রে উল্লেখ করেন, পরীমণি ও তার সহযোগীরা ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। এক পর্যায়ে পরীমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পারসেল দেওয়ার জন্য চাপ দেন। নাসির উদ্দিন এতে রাজি না হওয়ায় পরীমণি তাকে গালমন্দ করেন। নাসির এবং আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরীমণি বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুড়ে মারেন। এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন।
খুনের চেষ্টা মামলা
অভিযোগের ভিত্তিতে পরীর বিরুদ্ধে খুনের চেষ্টা মামলা চলছে। সম্প্রতি পরীমণি একটি অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে ইসলামি সংগঠনগুলির বাধাপ্রাপ্ত হন। ক্ষোভে তিনি লিখেছিলেন, “এতো চুপ করে থাকা যায় নাকি!!! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে!? Insecure feel হচ্ছে ! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা!” এই পোস্ট করার পর পরীমণির বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিক-ব্যবসায়ী নাসির উদ্দিনকে খুনের চেষ্টার অভিযোগে করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
অভিযোগ, পরীমণি বাংলাদেশে সাম্প্রতিক অন্তর্বর্তী সরকারের আমলে ইসলামি মৌলবাদের বিরুদ্ধে মুখ খোলায় তাকে আইনি জটিলতায় হয়রান করা হচ্ছে।
Entertainment: Popular Bangladeshi actress Porimoni avoids jail after assaulting a businessman with a glass. Bail granted in murder attempt case by Dhaka court. Previously jailed for drug trafficking. Tollywood in uproar.