Bangladesh: সাংসদ মাশরাফির আশ্বাসেও ভরসা নেই, সাম্প্রদায়িক হামলায় শতাধিক হিন্দু ঘরছাড়া

আভিযোগ হজরত মহম্মদকে কটুক্তি করে এক ছাত্র

হজরত মহম্মদকে নিয়ে মন্তব্যের জেরে বাংলাদেশের নড়াইলে তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা। শতাধিক সংখ্যালঘু হিন্দুর বাড়ি আক্রান্ত। রবিবার রাত পর্যন্ত খবর, উত্তেজনাপূর্ণ এলাকায় ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন টহল দিলেও আতঙ্কে শয়ে শয়ে ঘর ছাড়ছেন।

পরিস্থিতি সামাল দিতে নড়াইল-২ আওয়ামী লীগ সাংসদ তথা প্রাক্তন বিশ্বখ্যাত ক্রিকেটার মাশরাফি বিন মোর্তাজা এলাকা পরিদর্শন করেন। তিনি সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার আশ্বাস দেন। অভিযোগ, সাংসদ মাশরাফির আশ্বাসের পরেও হামলা চলেছে।

   

পরিস্থিতি উত্তপ্ত নড়াইলে লোহাগাড়া দীঘলিয়ায়। এখানকার সাহাপাড়ায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় স্থানীয় হিন্দুদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কমপক্ষে দেড় শতাধিক নারী-শিশু বাড়ি ছেড়েছেন।

এদিকে ফেসবুকে কটুক্তির অভিযোগে ছাত্র আকাশ সাহাকে খুলনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, সে হজরত মহম্মদকে নিয়ে কটুক্তি করেছিল। তার পর থেকে উত্তেজনা ছড়ায়। গত শুক্রবার থেকে দফায় দফায় হামলা শুরু হয়। একাধিক মন্দিরে আগুন ধরানো হয়। হামলায় কয়েকজন জখম। বহু ঘরবাড়ি লুঠ হয়েছে।

শুক্রবার উত্তেজনা থামাতে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছিল। তবে শনিবার সকাল থেকে ফের হামলা চলেছে। পরিস্থিতি অগ্নিগর্ভ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন