Bangladesh: চট্টগ্রামে বিস্ফোরণে ছড়াচ্ছে রাসায়নিক বিষ, বঙ্গোপসাগর রক্ষায় নামল সেনা

চট্টগ্রামের সীতাকুন্ডে কন্টেনার ডিপো বিস্ফোরণের জেরে রাসায়নিক পদার্থ ছড়াচ্ছে দ্রুত গতিতে। যে করেই হোক বঙ্গোপসাগর রক্ষা করতে হবে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ (Bangladesh) সেনা। সীতাকুন্ড থেকে ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করা হচ্ছে। প্রয়োজনমত ড্রোন ব্যবহার করা হবে।

Advertisements

   

এদিকে বিস্ফোরণে বাড়ছে নিহতের সংখ্যা। আহত চারশোর বেশি বলে সর্বশেষ তথ্য দিচ্ছে বাংলাদেশ সরকার। কমপক্ষে নিহত ৪৩ জন।

বিশেষজ্ঞরা বলছেন, সীতাকুন্ডে ভয়াবহ এই কন্টেনার বিস্ফোরণের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে স্থানীয় প্রকৃতির উপর বড় আঘাত। বিস্ফোরণের জেরে গলিত রাসায়নিক পদার্থ বঙ্গোপসাগরে মিশে গেলে আরও বড় বিপদ। ফলে বঙ্গোপসাগর রক্ষায় বাংলাদেশ সেনা নামল।

Advertisements

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানাচ্ছে, শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। রবিবার দিনভর আগুন নেভানোর কাজ চলছে। এলাকায় ছড়িয়ে পড়েছে রাসায়নিক পদার্থ। সেই রাসায়নিক ড্রেনের মাধ্যমে সমুদ্রে ছড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে সেনাবাহিনীর সদস্যরা। বালির বস্তা দিয়ে বাঁধ তৈরি করে রাসায়নিক প্রতিরোধের চেষ্টা করছে সেনাবাহিনী।

Explosion of chemical containers in Chittagong

বাংলাদেশ সেনার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরা সুলতানা জানিয়েছেন, এখানে হাইড্রোজেন পার অক্সাইড আছে। ভেতরে আগুন জ্বলছে। এই রাসায়নিক পদার্থ ড্রেন দিয়ে বেশি বের হয়েছিল। এখন এটা অনেকটাই বন্ধ।