শেখ হাসিনা (Sheikh Hasina) ক্ষমতাচ্যুত হবার পর বাংলাদেশের (Bangladesh) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস (ইসকন থেকে বহিষ্কৃত) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় (Chinmoy Krishna Das’ sedition case) জেলে। অভিযোগ তিনি ধর্মীয় সমাবেশে জাতীয় পতাকার অবমাননা করেছেন। ইসকন থেকে বহিষ্কৃত এই বাংলাদেশি সন্ন্যাসীর মুক্তি চেয়ে বাংলাদেশ ও ভারতে বিক্ষোভ চলছে হিন্দুত্ববাদীদের।
Chinmoy Krishna Das’ sedition case চিন্ময়কৃষ্ণর জামিন আবেদনেও বিতর্ক:
বন্দি চিন্ময়কৃষ্ণর জামিন আবেদনেও বিতর্ক। জামিন শুনানি করতে ঢাকা থেকে আসা আইনজীবী রবীন্দ্র ঘোষ আদালতে আবেদন জমা দিলেও শুনানি অনুষ্ঠিত হয়নি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে আবেদন জমা দেন তিনি। আবেদন নথিভুক্ত করে ২ জানুয়ারি ধার্য শুনানির জন্য রেখেছে আদালত। অর্থাৎ নতুন বছর (২০২৫) হবে শুনানি।
Chinmoy Krishna Das’ sedition case কড়া নিরাপত্তায় আদালতে চিন্ময়কৃষ্ণর আইনজীবী
আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেছেন, আমি গত বুধবারও এসেছিলাম। বৃহস্পতিবার আবেদন নিয়ে আসলেও শুনানি হয়নি, এটা দুঃখজনক। আবেদনটি নথিতে রেখেছেন। আরও কিছু আইনজীবীকে অপরাধ মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি তাদের সহায়তা করতে এসেছি। অনেকের সঙ্গে কথা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা আছে। তাই ভয়ে আসছেন না। পরিবেশ ভালো ছিল। তবে বুধবার হেনস্তা হতে হয়েছে।
জাতীয় পতাকার অবমাননায় অভিযুক্ত চিন্ময়কৃষ্ণ (Chinmoy Krishna Das’ sedition case)
বাংলাদেশে গণবিক্ষোভে গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে হিন্দুদের নিরাপত্তার দাবিতে জনসভা করেছিলেন চিন্ময়কৃষ্ণ। অভিযোগ, সেই সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ধর্মীয় পতাকা রাখা হয়। ৩০ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময়কৃষ্ণসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। ২৫ নভেম্বর বিকালে ঢাকার বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে তোলা হয়। আদালতে বিক্ষোভ দেখান চিন্ময়কৃষ্ণ অনুগামীরা। বিক্ষোভ থেকে হামলা ছড়িয়েছিল। সরকারি আইনজীবী সাইফুলকে আদালতের সামনে কুপিয়ে খুন করা হয়। হামলাকারীদের ধরপাকড় চলছে।
চিন্ময়কৃষ্ণ দাসের (ইসকন থেকে বহিষ্কৃত) মুক্তি চেয়ে বিক্ষোভ চলে ভারতে। ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা হয়েছে। আগরতলায় হিন্দুত্ববাদীদের সেই হামলার জেরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক সংঘাত তীব্র। তবে হামলার পরেই দু:খ প্রকাশ করে ভারত। এরকমই গরম কূটনৈতিক সংঘাত আবহের মাঝে সোমবার (৯ ডিসেম্বর) ঢাকা সফর করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি।
After the ouster of Sheikh Hasina, a sedition case is being filed against Chinmoy Krishna Das in Bangladesh. He is in jail. He is accused of insulting the national flag at a religious gathering. Hindutva activists are protesting in Bangladesh and India demanding the release of this Bangladeshi monk who was expelled from ISKCON.