Monday, December 8, 2025
HomeWorldBangladeshঢাকা মেডিকেল কলেজে ভয়াবহ হামলা, জরুরি বিভাগে ঢুকল সেনা

ঢাকা মেডিকেল কলেজে ভয়াবহ হামলা, জরুরি বিভাগে ঢুকল সেনা

- Advertisement -

জনা চারেক সশস্ত্র যুবক হাসপপাতালেন জরুরি চিকিৎসা বিভাগে ঢুকে যাকে পেরেছে কুপিয়েছে। একাধিক চিকিৎসক জখম। রোগীরা জখম। ভয়াবহ পরিস্থিতি ঢাকা মেডিকেল কলেজে। হামলা রুখতে সেনা ঢোকে এমারজেন্সি ওয়ার্ডে। বাংলাদেশে (Bangladesh) তীব্র গণবিক্ষোভে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। এরপর থেকে দেশটিতে অরাজক পরিস্থিতি চলছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা জানাচ্ছে,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভিতরে ধারালো অস্ত্র নিয়ে এক গোষ্ঠির সদস্যরা আরেক গোষ্ঠির কয়েকজনকে কুপিয়েছে। ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে।

   

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, চাপাতিসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। ধৃতদের নাম বাপি মিয়া (২৪), আদিব (২৩) নাসির (২৫) নাবিল (২৭)। তারা সবাই ঢাকার খিলগাঁও থানার বাসিন্দা।

জানা গেছে,খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় দুই গোষ্ঠির মধ্যে সংঘর্ষের একটি ঘটনা ঘটে। এই ঘটনায় আহতদের ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছিল। পরে অন্য আরেকটি গোষ্ঠি চাপাতি নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে যায়। হামলাকারী চারজনকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়।

এদিকে হামলা ও চিকিৎসাধীন এক শিক্ষার্থীর মৃত্যু এই দুই ঘটনা ঘিরে ঢাকা মেডিকেল কলেজ গরম। হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারপিটের ঘটনায় কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। রবিববার সকাল থেকেই কর্মবিরতি শুরু করেন তারা। এতে করে বন্ধ হয়ে যায় ঢাকা মেডিকেলের সব জরুরি বিভাগসহ প্রকার অপারেশন এবং সেবা। ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা। সকাল থেকেই কর্মবিরতি শুরু করেন তারা। এতে করে বন্ধ হয়ে যায় ঢাকা মেডিকেলের সব জরুরি বিভাগসহ প্রকার অপারেশন এবং সেবা। ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular