Earthquake: ভূমিকম্পে কাঁপল দুই বাংলা

ভূমিকম্পে (Earthquake) কাঁপল দুই বাংলা-পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক দুই।এর উৎপত্তিস্থল ছিল ত্রিপুরা থেকে প্রায় ৫৯ মাইল দূরে। বাংলাদেশের রাজধানী…

Illustration of an Earthquake

ভূমিকম্পে (Earthquake) কাঁপল দুই বাংলা-পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক দুই।এর উৎপত্তিস্থল ছিল ত্রিপুরা থেকে প্রায় ৫৯ মাইল দূরে। বাংলাদেশের রাজধানী ঢাকা, পশ্চিমবঙ্গের কলকাতা ও সন্নিহিত এলাকা, উত্তরপূর্ব ভারতের বিভিন্ন স্থানে মধ্যম মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতে। অসমের গোয়ালপাড়া থেকে কম্পন তরঙ্গ ছড়িয়েছে উত্তর পূর্ব ভারতের সর্বত্র। নিকট প্রতিবেশি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে। ভূবিশেষজ্ঞদের মতে ঢাকা ও কলকাতা ভূমিকম্পের নিরিখে বিপজ্জনক জায়গায় আছে।

চলতি বছরে এখন পর্যন্ত ১১টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প সংঘটিত হয়েছে বাংলাদেশে। এতে তেমন ক্ষতি না হলেও বড় ধরনের ভূমিকম্পের আভাস পাচ্ছেন ভূবিশেষজ্ঞরা।গত ১৭ সেপ্টেম্বর ভূমিকম্পে কেঁপেছিল ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা।ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলে। এর আগে ২ অক্টোবর মেঘালয়ের রেসুবেলপাড়ার কাছে ভূমিকম্প হয়েছিল। সেই কম্পন তরঙ্গ নেপাল, ভূটান এবং চিনেও অনুভূত হয়।